বিক্রি তলানিতে, এবার গাড়ির উৎপাদনই বন্ধ রাখছে মারুতি সুজুকি

Published : Sep 04, 2019, 01:55 PM IST
বিক্রি তলানিতে, এবার গাড়ির উৎপাদনই বন্ধ রাখছে মারুতি সুজুকি

সংক্ষিপ্ত

দু' দিনের জন্য গাড়ির উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি অগাস্ট মাসে প্রায় ৩৪ শতাংশ কম উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় বিক্রি কমেছে ৩৩ শতাংশ  

চুক্তি ভিত্তিক বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরে এবার সাময়িক উৎপাদন বন্ধের পথে হাঁটল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি। হরিয়ানার গুরুগ্রাম এবং মানেসরে সংস্থার দু'টি কারখানাতেই আগামী ৭ এবং ৯ সেপ্টেম্বর উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দেশে গাড়ি শিল্পের বাজারে মন্দার প্রভাব কতটা পড়েছে, মারুতি সুজুকির এই সিদ্ধান্ত থেকেই তা পরিষ্কার। বিবৃতি দিয়েই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই দু' দিন কোনও উৎপাদন হবে না। 

বিক্রি কমে যাওয়ায় টানা সাত মাস ধরে ধাপে ধাপে উৎপাদন কমিয়েছে মারুতি সুজুকি। গত বছরের তুলনায় ৩৩.৯৯ শতাংশ কম উৎপাদন হয়েছে শুধুমাত্র অগাস্টেই। 

২০১৮ সালের অগাস্ট মাসে ১,৬৮,৭২৫টি গাড়ি উৎপাদন করেছিল সংস্থা। সেখানে এ বছর অগাস্ট মাসে ১,১১,৩৭০টি গাড়ি উৎপাদন করা হয়েছে। ২০১৮ সালের অগাস্ট মাসে যেখানে ১,৬৬,১৬১টি  যাত্রীবাহী গাড়ির উৎপাদন হয়েছিল, সেখানে এ বছর অগাস্ট মাসে ১,১০,২১৪টি গাড়ি উৎপাদন করা হয়েছে। গতবারের তুলনায় যা ৩৩.৬৭ শতাংশ কম। 

আরও পড়ুন- গাড়ি বিক্রিতে মন্দার জের, তিন হাজার অস্থায়ী কর্মীকে ছাঁটাই মারুতি- সুজুকির

আরও পড়ুন- মারুতি সুজুকি নেক্সা নিয়ে এল নতুন প্রিমিয়াম এমপিভি এক্সএলসিক্স ছয় সিটার গাড়ি

গত জুলাই মাসেও উৎপাদন ২৫.১৫ শতাংশ কমিয়ে দিয়েছিল মারুতি সুজুকি। এ মাসের শুরুতে সংস্থা জানিয়েছিল, ২০১৮ সালের অগাস্ট মাসে যেখানে সংস্থার ১,৫৮,১৮৯টি গাড়ি বিক্রি হয়েছিল, সেখানে গত মাসে সংস্থা ১,০৬,৪১৩টি গাড়ি বিক্রি করতে পেরেছে। গত বছরের নিরিখে যা ৩৩ শতাংশ কম। 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি