সিম পরিবর্তনের ক্ষেত্রে বিরাট ঘোষণা কেন্দ্রের। সিম পরিবর্তনে অনুমোদন সেলফ KYC -র। KYC চার্জ ধার্য করা হয়েছে মাত্র ১ টাকা। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত মোদী সরকারের।
গত ১৫ই সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠকে সিম কার্ড সংক্রান্ত বিষয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের। এতদিন সিম কার্ড পরিবর্তনের ক্ষেত্রে চালু নিয়মগুলিতে আনা হলো পরিবর্তন। প্রিপেড নম্বরকে পোস্টপেড বা পোস্টপেড নম্বরকে প্রিপেড করার প্রক্রিয়াকে আর ও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তাই নয় এবার থেকে সিম পরিবর্তন করতে চাইলে আগের মতো আর কোনো ফিজিক্যাল ফর্ম পূরণ করতে হবে না। টেলিকম কোম্পানিগুলি ডিজিট্যালি ফর্ম পূরণ করতে পারবে।
সিম পরিবর্তন করতে কত খরচ হবে?
সিম পরিবর্তনের ক্ষেত্রে সেলফ KYC -কে অনুমোদন দিয়েছে কেন্দ্র, যেটি সম্পূর্ণটাই অ্যাপ ভিত্তিক। সেলফ KYC -র জন্য ১ টাকা চার্জ করা হবে। তবে সিমকে প্রিপেড থেকে পোস্টপেড বা পোস্টপেড থেকে প্রিপেডে পরিবর্তন করতে নতুন করে KYC -র কোনো প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে।
কী কী নথি জমা করতে হবে?
সিমকে পোস্টপেড থেকে প্রিপেড বা প্রিপেড থেকে পোস্টপেডে পরিবর্তন করতে আলাদা করে কোনো রকম নথি বা কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। একইসঙ্গে, যেহেতু KYC -র সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিট্যালি সম্পন্ন হবে সুতরাং কোনোরকম ফিজিক্যাল ফর্ম পূরণ করার ও কোনো প্রয়োজন নেই।
আরও পড়ুন- Taliban: আফগানিস্তানের মসনদে বসেই ব্যাক্ট্রিয়ান সোনার খোঁজ তালিবানদের, যোগ রয়েছে ভারতেরও
সেলফ KYC কী?
KYC করার ক্ষেত্রে কোম্পানিকে ব্যাক্তিগত কিছই তথ্য জমা দিতে হয়। আগে এই প্রক্রিয়াটি কাস্টোমার কেয়ার সেন্টারে গিয়ে করতে হতো কিন্তু এখন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ঘরে বসেই ডিজিট্যালি করা সম্ভব। যে কোনো ব্যক্তি নিজেই অনলাইন প্ল্যাটফর্মে ডকুমেন্ট আপলোড করতে পারেন সেলফ KYC -র মাধ্যমে।
আরও পড়ুন- Viral News: একেই বোধহয় বলে পোষ্য প্রেম, সারমেয়র জন্য মাত্র ২ঘণ্টায় খরচ লক্ষাধিক টাকা
কীভাবে করা যাবে সেলফ KYC ?
১. সেলফ KYC ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যাবে।
২. প্রথমে সিম প্রদানকারীর অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
৩. একটি বিকল্প নম্বরও দিতে হবে।
৪. এরপরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিতে হবে।
৫. এরপর লগইন করতে হবে।
উল্লেখ্য, পূর্বে নম্বরকে প্রিপেড থেকে পোস্টপেড বা পোস্টপেড থেকে প্রিপেডে পরিবর্তন করতে হলে আগে প্রতিবার আলাদা করে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। বর্তমানে মোদী সরকারের নয়া নিয়ম অনুসারে সেই নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে সিম পরিবর্তন করতে একবার KYC প্রক্রিয়া সম্পন্ন করে যথেষ্ট।
আরও পড়ুন- Babul Supriyo: 'দল বদল করলে বড় উদ্দেশ্য় নিয়ে করা উচিত', বাবুলকে রহস্যঘন বার্তা দীনেশের
আরও পড়ুন- Babul Supriyo TMC: ৪ দিনেই অদল বদল বাবুলের রাজনৈতিক মহল