পশ্চিমবঙ্গে খননের দাবি জানাল কেন্দ্রীয় সরকার। সেই দাবিতে চিঠি লিখল কারা। পশ্চিমবঙ্গের প্রায় ১০০ বর্গকিলোমিটার জমি খননের অনুমতি চাওয়া হল রাজ্যের কাছে। সংসদে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী।
উত্তর ২৪ পরগণনার অশোকনগর ছাড়াও একাধিক জায়গা খননের দাবি জানানো হয়েছে। বিভিন্ন জায়গার সন্ধান মিলেছে। কিন্তু, এখানও সে সব জায়গায় খননকার্য বা তেল উত্তোলন শুরু হয়নি।
পেট্রোলিয়াম দেশের সম্পদ হিসেবে বিবেচিত। তবে কোনও রাজ্যে পেট্রোলিয়াম থাকলে তা খনন কাজের জন্য রাজ্য সরকারের। ২০২০ সালে অশোকনগর থেকে খনিজ তেল উত্তোলনের জন্য আবেদন জানিয়েছিল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন। অভিযোগ, চাপ বছর পেরিয়ে গেলেও পিএমএল উত্তর দননি। কেন্দ্র পক্ষ থেকে আনুমানিক ১৯ টি চিঠি দেওয়া হয়েছে।
২০১৮ সালে উত্তর ২৪ পরগনায় খনিজ তেলের সন্ধান মেলে। ৫.৮৮ বর্গফুট এলাকায় তেল আছে। রানাঘাট, কাঁকপুলের মতো এলাকায় রয়েছে খনিজ তেল.
কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গে খনিজ তেলের জন্য ১,০৪৫.৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি খননকার্যের মাধ্যমে রাজ্যের মাটির তলা থেকে তেল উত্তোলন শুরু হয় তবে সেই ববাদ প্রতি বছর পশ্চিমবঙ্গের আয় হতে পারে ৮১২৬ কোটি টাকা। তা সত্ত্বেও নড়েচড়ে বসছে না প্রশাসন। কেন চিঠির উত্তর দিচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এখন দেখার এই চিঠির উত্তর কবে দেয় মমতা সরকার। এবার এই পেট্রোলিয়াম নিয়ে সত্যিই জটিলতা কবে কাটে তাই দেখার।