কনকনে ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছেন উত্তর ভারতবাসি। কিন্তু, হিমশীতল হিমালয়ের ঢালে বসে সাধনায় অটল এই সন্ন্যাসী। চুল-দাড়ি থেকে শুরু করে গলার রুদ্রাক্ষের মালা পর্যন্ত সফেন বরফে জমে পাথর।
কনকনে ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছেন উত্তর ভারতবাসি। কিন্তু, হিমশীতল হিমালয়ের ঢালে বসে সাধনায় অটল এই সন্ন্যাসী। চুল-দাড়ি থেকে শুরু করে গলার রুদ্রাক্ষের মালা পর্যন্ত সফেন বরফে জমে পাথর। তাঁর ক্ষমতা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা।