ভেঙে ফেলা হচ্ছে INS বিরট-কে, ভারতের গর্বের রণতরীকে বাঁচাতে এবার ময়দানে নামলেন সাংসদ

  • নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS বিরাটকে ‘ভেঙে’ ফেলা হচ্ছে
  • বহু ইতিহাসের সাক্ষী থেকেছে ভারতের এই রণতরী
  • ৩০ বছর নৌসেনার সঙ্গে থেকে কাজ করেছে
  • গর্বের যুদ্ধজাহাজকে বাঁচাতে এবার শিল্পপতিদের কাছে অনুরোধ সাংসদের

প্রায় ৬১ বছর আগে প্রথম যাত্রা শুরু করেছিল রণতরী INS বিরাট। দীর্ঘ সময় পর্যন্ত এটিই ছিল ভারতীয় নৌসেনার সবচেয়ে গর্বের যুদ্ধজাহাজ। টানা ৩০ বছর ভারতীয় নৌসেনার সঙ্গে থাকার পর শেষ পর্যন্ত ২০১৭ সালে অবসর নেয়। এহেন নৌসেনার গর্বের রণতরী INS বিরাট-কে কিনতে আগ্রহ দেখাল না কেউই। গত বছরের শেষে INS বিরাটের জন্য নিলামের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়ায় কেউ অংশ না নেওয়ায়  অবিক্রিত থেকে যায় দেশের গর্বের রণতরী  INS বিরাট।

 

Latest Videos

 শেষ পর্যন্ত তাই ভারতীয় নৌবাহিনীর গর্বের এই রণতরীকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ১৯ শে সেপ্টেম্বর অর্থাৎ এদিন এটিকে গুজরাতে নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার ভাওয়ানগর জেলার আলাং সাগরের তীরে ভাঙা হবে রণতরীটিকে । INS বিরাটকে বিশেষ জাহাজের মাধ্যমে গুজরাতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

এই পরিস্থিতিতে যুদ্ধ জাহাজটিকে বাঁচাতে এগিয়ে এলেন রাজ্যসভার বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখর। রিলায়েন্স, টাটা, আদানি, উইপ্রো, মাহিন্দ্রা, কোটাকের মত দেশের বড়বড় শিল্পপতিতের কাছে দেশের গর্বের ইতিহাসকে সংরক্ষণ করার অনুরোধ জানালেন সাংসদ।

 

 

 

 

 এই যুদ্ধজাহাজটি মূলত ব্রিটেনে নির্মিত হয়েছিল। ১৯৮৭  সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়  INS বিরাটকে। সি হ্যারিয়ারের মতো যুদ্ধবিমান নিয়ে আরব সাগরের উপর আধিপত্য বজায় রাখতে জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কার্গিল যুদ্ধের সময়, এই যুদ্ধ জাহাজটি শত্রুদের দিকে নজর রাখার জন্য একটি বড় ভূমিকা পালন করেছিল, যাতে পাকিস্তানের করাচি বন্দর থেকে নৌবহর বের না হয়। ২০১৭ সালের মার্চে এই  যুদ্ধজাহাজটিকে নৌবাহিনী থেকে অবসর দেওয়া হয়।

জানা গিয়েছে গত  মে মাসের প্রথম সপ্তাহে এটিকে ভাঙার জন্য একটি দরপত্র দেওয়া হয়েছিল। তাতে, ভাওয়ানগরের শ্রী রাম গ্রুপ  ৩৮.২৪ কোটি টাকার দর হাকে, যা অনুমোদিত হয়েছিল। সেই অনুযায়ী এই সংস্থাটি  INS বিরাটকে। ভাঙার কাজটি পেয়েছে। তবে চুক্তি অনুযায়ী INS বিরাটের থেকে যত লোহা পাওয়া যাবে তার মধ্যে ১০ শতাংশ লোহা দেশের ইস্পাত সংস্থাগুলিকে কম দামে সরবরাহ করতে হবে। 

Share this article
click me!

Latest Videos

ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
Suvendu Adhikari: 'লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত' সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি