সারা দেশের বিভিন্ন প্রান্তে ওড়ানো হল শতাধিক ড্রোন। এই ড্রোনগুলি ওড়ালেন 'নমো ড্রোন দিদি'-রা। দিল্লিতে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহিলাদের ক্ষমতায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। সারা দেশের বিভিন্ন প্রান্তে ওড়ানো হল শতাধিক ড্রোন। এই ড্রোনগুলি ওড়ালেন 'নমো ড্রোন দিদি'-রা। দিল্লিতে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 'নমো ড্রোন দিদি'-দের সঙ্গে কথা বলেন।