কোনও শিক্ষক খেলার সঙ্গী, কোনও শিক্ষক হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন বিষয়, কোনও শিক্ষক আবার পাঠ্যবইয়ের পাতায় ছাত্রের মনোযোগ বাড়াচ্ছেন। কেউ শেখাচ্ছেন গান, কেউ বা টেলিস্কোপে চোখ রাখতে শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের।
একজন শিক্ষক সারাজীবন শিক্ষক থাকেন। এক মর্মস্পর্শী ভিডিও টুইট করে শিক্ষক দিবসে এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন দেশের প্রত্যেক শিক্ষককে আজকের দিনে শ্রদ্ধা জানাই। তাঁরা দেশের চরিত্র গঠন করেন। জাতির মেরুদন্ড তৈরি করেন। এই বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন মোদী। সেখানে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ভাষার স্কুলের পড়ুয়াদের। সঙ্গে রয়েছেন তাঁদের শিক্ষকরা।
কোনও শিক্ষক খেলার সঙ্গী, কোনও শিক্ষক হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন বিষয়, কোনও শিক্ষক আবার পাঠ্যবইয়ের পাতায় ছাত্রের মনোযোগ বাড়াচ্ছেন। কেউ শেখাচ্ছেন গান, কেউ বা টেলিস্কোপে চোখ রাখতে শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের এক জায়গায় এক ভিডিও ধরেছেন মোদী। সেই সঙ্গে একই ভিডিওতে রয়েছে নিজের শিক্ষক ও মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।
ভিডিওতে প্রণাম জানানো হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও শিক্ষক দিবসের আসল চরিত্র ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানকে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “শিক্ষককে কোনও বয়সের গণ্ডিতে বাঁধা যায় না। শিক্ষক কখনও অবসর নিতেই পারেন না।” এর সঙ্গেই তিনি জানান, শিক্ষক-ছাত্রের সম্পর্ক মানুষকে জীবনে এগিয়ে চলার পথ দেখায়, স্বপ্ন দেখার অভ্যাস তৈরিতে সাহায্য করে।
উল্লেখ্য, ৫ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ছিলেন একজন দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং লেখক। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। তিনি সারা জীবন সকলের মধ্যে শিক্ষার বিস্তার করেছেন। তাঁকে শ্রদ্ধা জানাতে ও সেই সকল ব্যক্তি যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের সম্মান জানাতে পালিত হয় শিক্ষক দিবস। বিংশ শতাব্দীতে দর্শন তত্ত্বের এই মহান পণ্ডিত বলেছিলেন, “৫ই সেপ্টেম্বর আমার জন্ম দিবস পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অধিক সম্মানিত বোধ করব।” তাঁর জন্মদিবস উপলক্ষ্যে সারা বিশ্ব জুড়ে পালিত হয় শিক্ষক দিবস।
শুধু সর্বপল্লী রাধাকৃষ্ণণ নন, আমাদের প্রত্যেকের জীবন জুড়ে জড়িয়ে আছেন হাজার হাজার শিক্ষক, যাঁরা কেবল পুঁথিগত শিক্ষাই নয়, আমাদের জীবনের প্রতিটি পদে মেরুদণ্ড সোজা রাখার সাহস ও উদ্যম জোগান। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়।