'নিজেদের রাজ্যে যখন হিংসা হয়, তখন এই বিরোধী দলগুলো একেবারে চুপ থাকে', বিরোধী জোটকে একত্রে বিঁধলেন নরেন্দ্র মোদী

'নিজেদের রাজ্যে যখন হিংসা হয়, তখন এই বিরোধী দলগুলো একেবারে চুপ থাকে', বিরোধী জোটকে একত্রে বিঁধলেন নরেন্দ্র মোদী

Published : Jul 18, 2023, 01:21 PM IST

এই যে জোট এককাট্টা হয়েছে, এদের নিজেদের এলাকায় বড় থেকে বিশালতম অশান্তি বা অপরাধের ক্ষেত্রে এদের মুখ একেবারে বন্ধ হয়ে যায় । বিরোধী শক্তিদের কার্যত তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

সমগ্র বিরোধী জোটকে একত্রে বিঁধলেন নরেন্দ্র মোদী । তিনি জানান এই যে জোট এককাট্টা হয়েছে, এদের নিজেদের এলাকায় বড় থেকে বিশালতম অশান্তি বা অপরাধের ক্ষেত্রে এদের মুখ একেবারে বন্ধ হয়ে যায় ।  প্রথমেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে আনেন মোদী । তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেখানে প্রকাশ্যে হিংসা হয়েছে, লাগাতার খুনখারাপি হচ্ছে । এই বিষয়েও এদের সবার (বিরোধী দল) মুখ বন্ধ রয়েছে । 

04:53বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী
10:10Tejas Crash : শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তেজস-কে বাঁচাতে, চোখের জলে শেষ বিদায় শহিদ পাইলটকে
Read more