এই যে জোট এককাট্টা হয়েছে, এদের নিজেদের এলাকায় বড় থেকে বিশালতম অশান্তি বা অপরাধের ক্ষেত্রে এদের মুখ একেবারে বন্ধ হয়ে যায় । বিরোধী শক্তিদের কার্যত তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
সমগ্র বিরোধী জোটকে একত্রে বিঁধলেন নরেন্দ্র মোদী । তিনি জানান এই যে জোট এককাট্টা হয়েছে, এদের নিজেদের এলাকায় বড় থেকে বিশালতম অশান্তি বা অপরাধের ক্ষেত্রে এদের মুখ একেবারে বন্ধ হয়ে যায় । প্রথমেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে আনেন মোদী । তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেখানে প্রকাশ্যে হিংসা হয়েছে, লাগাতার খুনখারাপি হচ্ছে । এই বিষয়েও এদের সবার (বিরোধী দল) মুখ বন্ধ রয়েছে ।