ভারতে কোনও হাইকোর্টেই মহিলা প্রধান-বিচারপতি নেই, সংসদে জানাল কেন্দ্রীয় আইন মন্ত্রক

মোদী সরকারের পক্ষ থেকে সংসদে এমনই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু। 

দেশের কোনও হাইকোর্টেই মহিলা প্রধান বিচারপতি নেই। সংসদে জানাল মোদী সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় তোলা এক প্রশ্নের উত্তরে এমনই জবাব দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। এ প্রসঙ্গে কেন্দ্র সরকারের আরও বক্তব্য, ১৯৯০ সাল থেকে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ১১ জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন।

সংসদে বিজেপি সাংসদ রাকেশ সিনহার লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু আরও জানিয়েছেন, গত ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সবকটি হাইকোর্টে স্বীকৃত ১১০৮ পদের মধ্যে ৭৭৫টি পদে নিয়োগ হয়েছে। যাঁদের মধ্যে ১০৬ জন মহিলা বিচারক এবং ৬৬৯ জন পুরুষ বিচারক রয়েছেন। আইন মন্ত্রক তরফে সংসদকে জানানো হয়েছে, বর্তমানে দেশে সবকটি আদালত মিলিয়ে বিচারকদের মধ্যে ৯.৫ শতাংশ মহিলা বিচারক রয়েছেন।

Latest Videos

বিচারপতি বা বিচারকদের পাশাপাশি আইনজীবীদের সংখ্যাও জানিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ভারতের মোট ১৫টি রাজ্যে আইনজীবীর সংখ্যা এখনও পর্যন্ত ২ লক্ষ ৮৪ হাজার ৫০৭। নথিভুক্ত হওয়া মোট আইনজীবীর সংখ্যা ১৫ লক্ষ ৪২ হাজার ৮৫৫।

আরও পড়ুন-
আগে নিজের ঘর সামলান: পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর

নেতাই গণহত্যা মামলার ৩ অভিযুক্তের মুক্তি, ৯ বছর পর ফুল-মালা দিয়ে বরণ বামপন্থীদের
শুভেন্দু অধিকারীকে পাঠানো শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিসে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
বিজেপি ছেড়ে তৃণমূলেই যোগ দেবেন একাধিক বিধায়ক? আনন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে বাড়ছে কৌতূহল

Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today