সুইগি-র মাধ্যমে স্যালাড অর্ডার করেছিলেন ধবল সিং নামের এক ব্যক্তি। কিন্তু, সেই স্যালাডের প্যাকেজিং খুলতেই তিনি হয়ে গেলেন হতবাক। সবজির ওপরে নড়েচড়ে বেরাচ্ছে একটি শামুক!
বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁ থেকে খাদ্য সরবরাহকারী অ্যাপ সুইগি-র (Swiggy) মাধ্যমে স্যালাড অর্ডার করেছিলেন ধবল সিং নামের এক ব্যক্তি। কিন্তু, সেই স্যালাডের প্যাকেজিং খুলতেই তিনি হয়ে গেলেন হতবাক। সবজির ওপরে নড়েচড়ে বেরাচ্ছে একটি শামুক! জীবন্ত শামুকের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ধবল সিং সরাসরি ওই রেস্তরাঁকে মেনশন করে লিখেছেন, ‘LeonGrill থেকে আমি আর কখনওই খাবার অর্ডার করছি না!’ এরপরেই তিনি খাবার সরবরাহকারী সংস্থা সুইগি-কে মেনশন করে লিখেছেন, ‘আপনারা যা করতে পারেন, করুন। এটা নিশ্চিত করুন যে, এরকম যেন কখনও অন্য কারুর সঙ্গে না ঘটে..."।