পাঞ্জাব বর্ডারে পাকিস্থান উড়ানের ক্রমবর্ধমান কার্যকলাপ যেহারে বাড়ছে এবার তা রুখতেই এবার ভারতীয় সেনাবাহিনীও ব্যবহার করবে এক বিশেষ অ্যান্টি-ড্রোন সিস্টেমের
ফের নজির গড়তে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এর উদ্যোগে এর আগেও নানা ধরণের নয়া কার্যক্রম হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। ভারতীয় সেনাকে শক্তিশালী করার উদ্দেশ্যে এর আগেও প্রতিরক্ষা মন্ত্রক বিদেশ থেকে আনিয়েছিলেন প্রজুক্তিগতভাবে উন্নত নানা সামরিক যন্ত্রপাতি। এবার ভারতের সঙ্গে পাল্লা দিয়েই ভারত-পাকিস্তান সীমান্তে বাড়ছে পাকিস্তান ড্রোনের কার্যকলাপ। বিশেষ করে পাঞ্জাব বর্ডারে পাকিস্থান উড়ানের ক্রমবর্ধমান কার্যকলাপ যেহারে বাড়ছে এবার তা রুখতেই এ ভারতীয় সেনাবাহিনীও ব্যবহার করবে এক বিশেষ ড্রোনের। ইতিমধ্যেই এই টেন্ডার জারি করা হয়েছে। সূত্রের খবর এই ড্রোনে থাকবে হত্যা করার ক্ষমতা।
এখনও পর্যন্ত বাই ইন্ডিয়ান ক্যাটাগরির অধীনে মোট ৯ টি অত্যাধুনিক ড্রোন রয়েছে। জানা যায় উন্নত নাইট ভিসন সহ এই ড্রোন গুলি প্রযুক্তিগত ভাবে এতটাই উন্নত যে এগুলি নির্দিষ্ট তথ্য প্রেরণ করা থেকে কিছুর জন্য অনুরোধ করা সবই করতে পারে এই ড্রোনগুলি অনায়াসে। আরএফআই-এর বিবরণ অনুসারে, অত্যাধুনিক সফটওয়্যার যুক্ত এই এই পাকিস্তানি ড্রোনগুলি এবার থেকে শত্রুদের সনাক্ত করতে পারবে। এমনকি শত্রু সনাক্ত করে তাদের হত্যাও করতে পারে। শত্রুরা কোন জায়গায় কিভাবে আছে এবং আক্রমণ হলে নিজেদের বাঁচিয়ে কিভাবে তাদের শেষ করা যায় এসব বিষয়েই পারদর্শী হবে এই ড্রোনগুলি। এই ভয়ংকর ড্রোনের থেকে বাঁচতেই লক - কার্গিলে আন্টি ড্রোন সিস্টেম জারি করলো ভারত সরকার।
ভারতীয় সেনাবাহিনীর এই অ্যান্টি-ড্রোন সিস্টেম কী ?
এটি হলো ড্রোন সনাক্ত করার একটি সিস্টেম যা উপযুক্ত কমান্ড দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। এই সিস্টেম যেকোনো বায়বীয় বস্তুকেই সনাক্ত করতে পারবে। ড্রোনের রাডার রেঞ্জের মধ্যে কেউ এসে পড়লে এটি তাকে হত্যাও করে দিতে পারে। আরএফএই এর মতে ওই সিস্টেমে এয়ার ডিফেন্স বন্দুক, কাইনেটিক কিল করতে পারে এমন ড্রোন এবং উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ সব সুবিধা বিদ্যমান থাকবে।
আরও পড়ুন
বিশ্বের ভয়ঙ্কর প্যাথোজেনগুলি নিয়ে নয়া তালিকা গঠন হু-র, ভবিষ্যতে অতিমারী রুখতেই এমন ব্যবস্থা
ভেড়ার পাল বৃত্তাকারে ঘুরেই চলেছে টানা ১২ দিন। কেন ? রহস্য উন্মোচন করলেন ইংরেজ বিজ্ঞানী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের কাছে জ্বালানি সরবরাহের প্রস্তাব, বড় উদ্যোগ মস্কোর