কর্ণাটকের মহীশূরের কাছে কাদাগোলায় দুর্ঘটনার কবলে পড়ল প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে প্রশাসলন সূত্রে খবর। তবে, আঘাত বিপজ্জনক নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কর্ণাটকের মহীশূরের কাছে কাদাগোলায় দুর্ঘটনার কবলে পড়ল প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে প্রশাসলন সূত্রে খবর। তবে, আঘাত বিপজ্জনক নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রহ্লাদ মোদী তার পরিবার নিয়ে বেঙ্গালুরু থেকে বান্দিপুর রিজার্ভ ফরেস্টে যাচ্ছিলেন।