পিএফ অ্যাকাউন্টে এবার থেকে কাটা হবে ট্যাক্স, আপনারটি এই তালিকায় নেই তো

পিএফ বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। ট্যাক্সেবল বা করযোগ্য ও নন-ট্যাক্সেবল বা অ-করযোগ্য।

কেন্দ্রের জারি করা নতুন ইনকাম ট্যাক্স রুলে প্রভাব পড়তে চলেছে বেশ কয়েক লক্ষ চাকুরীজীবীর ওপর। এই নিয়মের আওতায় পিএফ বা প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অ্যাকাউন্টগুলিকে দুটি ভাগে ভাগ (Split Into 2 Accounts) করে দেওয়া হচ্ছে। ট্যাক্সেবল বা করযোগ্য ও নন-ট্যাক্সেবল বা অ-করযোগ্য (Taxable And Non-Taxable)। অর্থাৎ বেশ কিছু পিএফ অ্যাকাউন্ট গ্রাহককে এবার থেকে দিতে হবে ট্যাক্স বা কর। 

কারা এই ট্যাক্সেবল বা করযোগ্য অ্যাকাউন্টের তালিকায় পড়বেন বলে জানা গিয়েছে? করযোগ্য পিএফ অ্যাকাউন্ট তাঁদেরই হবে, যাঁদের বার্ষিক পিএফ আয় আড়াই লক্ষ টাকার বেশি হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (Central Board of Direct Taxes) বা সিবিডিটি জারি করেছে এই নয়া বিধি। এই নিয়ম অনুয়ায়ী পিএফ অ্যাকাউন্টের মধ্যে পৃথক অ্যাকাউন্ট বজায় রাখা হবে। 

Latest Videos

পরবর্তী কালে সব একই ভাবে সবকটি ইপিএফ (EPF) অ্যাকাউন্টও ট্যাক্সেবল বা করযোগ্য ও নন-ট্যাক্সেবল বা অ-করযোগ্য অ্যাকাউন্টে ভাগ করে ফেলা হবে। সূত্রের খবর, ২০২২ সালের ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছরে এই বিধি চালু হবে। ২০২১-২২ অর্থবর্ষ থেকে দু’টি অ্যাকাউন্টের সুদ পৃথক ভাবে হিসেব করা হবে বলেও জানিয়েছে সেন্ট্রাল বোর্ড ডিরেক্ট ট্যাক্স। 

নিজের পার্সে কত টাকা রাখেন মুকেশ অম্বানি, জানলে চোখ কপালে উঠবে

ব্যাঙ্কের চেক থেকে রান্নার গ্যাসের দাম, পয়লা সেপ্টেম্বর থেকে চালু একাধিক নতুন নিয়ম

Bank Holidays in September : সেপ্টেম্বর মাসে কোন কোন দিনে বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

পয়লা অগাষ্ট অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়। আয়কর দফতরকে এই বিষয়ে সবরকম তথ্যও দেওয়া হয়। বার্ষিক আড়াই লক্ষের বেশি কর্মীদের তরফের অবদান থেকে পিএফ আয়ের ওপর নতুন কর বাস্তবায়িত করা হবে। এজন্য আয়কর বিধিতে  একটি নতুন ধারা ৯ডি অন্তর্ভুক্ত করা হয়েছে।

করযোগ্য সুদের হিসেব করার জন্য, চলতি অর্থবর্ষের সঙ্গেই আগের বছরগুলির পিএফ অ্যাকাউন্টেও দুটি পৃথক অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ করার কথা জানানো হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today