ঢাক পিটিয়ে, শঙ্খ বাজিয়ে, ২১ বন্দুকের স্যালুট দিয়ে পতাকা উত্তোলন করা হয়, জেনে নিন কেমন ছিল ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস

Published : Jan 17, 2024, 12:42 PM ISTUpdated : Jan 17, 2024, 12:44 PM IST
Republic Day

সংক্ষিপ্ত

লক্ষ লক্ষ ভারতীয়রা এই দিনটিতে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতির অগ্রগতি তুলে ধরেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে, জানেন কি প্রথম প্রজাতন্ত্র দিবস?

আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরই পালিত হবে প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এবছর পালিত হবে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয়রা এই দিনটিতে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতির অগ্রগতি তুলে ধরেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে, জানেন কি প্রথম প্রজাতন্ত্র দিবস?

১৯৫০ সালে পালিত হয় প্রথম প্রজাতন্ত্র দিবস। ভারত ১৯৪৭ সালের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেনও ২৬ জানুয়ারি ১৯৫০-র আগে দেশের সংবিধান কার্যকর হয়নি। জানা যায়, প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় এই দিন। এই দিন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। সেদিন দিল্লির রাজপথে ছিল মহা মিছিল। ঢাক পিটিয়ে, শঙ্খ বাজিয়ে, দেশাত্মবোধক গান গেয়ে দিনটি পালন করা হয়। স্বাধীনতার তিন বছর পর ভারত আনুষ্ঠানিক ভাবে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে।

এই দিন ডঃ রাজেন্দ্র প্রসাদ ২১ বন্দুকের স্যালুট দিয়ে পতাকা উত্তোলন করেছিলেন এবং ভারতকে একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রতি বছর এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবেপালিত হচ্ছে। এই দিন ১৯৫০ সাল থেকে সংবিধান কার্যকরী হয়। এই সেই দিন যেদিন ভারত স্বাধীনভাবে তার দেশ এবং তার নাহরিকদের স্বার্থে সংবিধান (বিধি) পাশ করেছিল। যেখানে রয়েছে ভারতের উন্নয়নের কথা।

তবে, ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে গণপরিষদে দেশের সংবিধান গৃহীত, প্রণীত হয়। নাগরিকত্ব সংক্রান্ত বিধান, নির্বাচন এবং অন্তবর্তী সংসদের পাশাপাশি অস্থায়ী ও অন্তবর্তীকালীন বিধানগুলো এই দিন থেকে কার্যকর হয়। সংবিধানের বাকি অংশ ২৬ জানুয়ারি ১৯৫০ থেকে সম্পূর্ণ বাস্তবায়িত হয় বলে জানা যায়।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Republic Day Parade: ২৬ জানুয়ারির কুচকাওয়াজে কারা অংশ নিতে পারেন? কিভাবে করবেন টিকিট বুক জানুন বিস্তারিত

Republic Day 2024: জাতীয় পতাকা তোলায় পার্থক্য, স্বাধীনতা দিবসের সঙ্গে কী তফাৎ থাকে প্রজাতন্ত্র দিবসের?

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল