প্রয়াত হলেন সাহারার প্রতিষ্ঠাতা সুব্রত রায়, দীর্ঘদিন ভুগছিলেন মারণরোগে

Published : Nov 15, 2023, 07:42 AM ISTUpdated : Nov 15, 2023, 08:40 AM IST
Subrata Roy

সংক্ষিপ্ত

প্রয়াত হলেন সাহারার প্রতিষ্ঠাতা সুব্রত রায়। দীর্ঘদিন ধরে ভুগছিলেন মারণরোগে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রয়াত সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা। মঙ্গলবার ১০.৩০ নাগাদ হৃদরোগে প্রয়াত হলেন সাহারার প্রতিষ্ঠাতা সুব্রত রায়। ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে সমস্ত বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন মারণরোগে। গতকাল শেষ হল লড়াই। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। 

মঙ্গলবার রাতে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবারই সুব্রত রায়ের শারীরিক অবনবতি হতে থাকে। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুদিনের লড়াইয়ের পর সেখানে প্রয়াত হন সাহারার প্রতিষ্ঠাতা সুব্রত রায়। একদিকে মারণরোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। দীর্ঘদিন ভুগছিলেন এই রোগে। তার সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়।

খুচরো ব্যবসা থেকে শুরু করে পরবর্তীতে বিশাল সাম্রাজ্য তৈরি করেন সুব্রত রায়। তাঁকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। একাধিক আইনি যুদ্ধ লড়তে হয় তাঁকে। ২০১১ সালের শেয়ার সংক্রান্ত লেনদেনের কারণে খবরে আসেন। আইনি যুদ্ধ লড়তে হয়। সংস্থা একাধিকবার ধাক্কায় খায়।

বন্ড বিক্রি করে অর্থ তোলার সময় সাহারা রিয়েল এস্টেট কর্পোরেশন লিমিটেড বা এসআইআরইসিএল নিয়ম লঙ্ঘন করেছেন বলে জানা যায়। এই নিয়ে দীর্ঘদিন চলে আইনি যুদ্ধ। ২০১২ সালের ৩১ অগস্টে সুপ্রিম কোর্ট সেবি-র দেওয়া নির্দেশকেই মান্যতা দেওয়ার নির্দেশ দেয়।

সাহারা ইন্ডিয়া পরিবারের পক্ষে বিবৃতি দিয়ে সুব্রতের মৃত্যুর খবরে জানানো হয়েছিল এই খবর। বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। বহুদিন ধরেই ক্যান্সার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, মধুমেহ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যিতে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টি (সপা)।

১৯৪৮ সালের ১০ জুন বিহারের আরারিয়াতে জন্মগ্রহণ করেন সুব্রত। গোরক্ষপুক টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র স্নাতক হন। ১৯৭৬ সালে ধুকতে থাকা চিটফান্ড সংস্থা সাহারা ফিনান্স-কে অধিগ্রহণ করেন। ১৯৭৮ সালে সেটি নাম বদলে হয় সাহারা পরিবার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

'মোদী মানেই প্রতিশ্রুতি পুরণের গ্যারেন্টি', মধ্যপ্রদেশের জনসভায় বললেন প্রধানমন্ত্রী

Android ব্যবহারকারীরা সাবধান! আপনার ডিভাইস সুরক্ষিত কিনা এভাবে চেক করুন

 

PREV
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
দেশজুড়ে ইন্ডিগো-র উড়ান পরিষেবায় বিপর্যয়, সিইও-কে শোকজ নোটিস কেন্দ্রের