মঙ্গলবার লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে তৃণমূলের তরফে বক্তৃতা দেন সাংসদ সৌগত রায় । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি।
মঙ্গলবার লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে তৃণমূলের তরফে বক্তৃতা দেন সাংসদ সৌগত রায় । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। তিনি বলেন, মণিপুর জ্বলছে আর তখন প্রধানমন্ত্রী মোদী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়েও সরব হন সৌগত। তিনি বলেন বিরোধীদের টার্গেট করতেই ইডি সিবিআকে ব্যবহার করেছে কেন্দ্র।