এমনটাও হয়! বিচারপতিরা চললেন ছুটিতে, প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের ২৫ বিচারপতি ঘুরবেন সমুদ্রতীরে

Published : Jan 09, 2025, 03:01 PM ISTUpdated : Jan 09, 2025, 03:07 PM IST
Supreme Court Chief Justice  including 25 judges will visit Andhra Pradesh on private holiday sources say  bsm

সংক্ষিপ্ত

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই এই ছুটির প্রস্তাব দিয়েছেন। তবে বিচারপতিতে এই বেড়াতে যাওয়া বা ভ্রমণের খরচ কিন্তু সরকার বহন করবে না। 

নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টে। একই সঙ্গে শীর্ষ আদালতে ২৫ জন বিচারপতি যাচ্ছেন ব্যক্তিগত ছুটি কাটাতে। তালিকায় রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও। তেমনই বলছে সুপ্রিম কোর্টের একটি সূত্র। সূত্রের খবর বিচারপতিদের সঙ্গে থাকবে তাদের স্ত্রী ও পরিবারের সদস্যরাও। সূত্রে আরও বলছেন বিচারপতিদের দলটি আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি বিশাখাপত্তনম ও আরাকু ভ্যালিতে বেড়াতে যাচ্ছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতিরা? তা নিয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই এই ছুটির প্রস্তাব দিয়েছেন। তবে বিচারপতিতে এই বেড়াতে যাওয়া বা ভ্রমণের খরচ কিন্তু সরকার বহন করবে না। বিচারপতিদের নিজেদের পকেট থেকেই খরচ করতে হবে। সুপ্রিম কোর্ট সূত্রের খবর আদালতের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনার জন্যই এই ছুটির পরিকল্পনা করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে সায় দিয়েছেন বাকি বিচারপতিরা। সুপ্রিম কোর্ট সূত্রের খবর বিচারপতিদের দলটি মূলত থাকবেন বিশাখাপত্তনমে। সেখান থেকে অনেকেই আরাকুভ্যালি বেড়াতে যাবেন। অনেকে আবার থেকে যাবেন বিশাখাপত্তনমে। ১৩ জানুয়ারি কয়েকজন বিচারপতি দিল্লি ফিরে এলেও বাকিরা ফিরবেন ১৪ জানুয়ারি। অর্থাৎ ১১ থেকে ১৪ জানুয়ারি পুরো ছুটির মেজাজে থাকবেন বিচারপতিরা।

সূত্রের খবর প্রধান বিচারপতি সম্প্রতি ছুটির প্রস্তাব করেছিলেন। তাই নিয়ে বিচারপতিদের সঙ্গে তিনি আলোচনাও করেন। সকলেই তাতে সায় দিয়েছেন। প্রধান বিচারপতি চাইছিলেন, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আলোচনা হোক দিল্লির বাইরে, ছুটির মেজাজে। আর সেই কারণে দিল্লি থেকে সুদূর বিখাশাপত্তনমে দিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন তিনি। সূত্রের খবর এই ছুটির জন্য কোনও অর্থই সরকার বহন করবে না। লিভ ট্রাভেল কনসেশন বা LTC-র সুবিধে নিয়ে বিচারপতিরা সফর করবেন। তবে এতজন বিচারপতির একসঙ্গে ছুটিতে যাওয়ার ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন।

অবশ্য বিচারপতিদের একসঙ্গে ছুটিতে যওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ শীর্ষ আদালতে এখনও বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে রয়েছে। তাই প্রধান বিচারপতি সহ ২৫ জন বিচারপতি একসঙ্গে বেড়াতে গেলে বা ছুটিতে গেলে মামলার শুনানি পিছিয়ে যাবে। আর সেই কারণে প্রশ্ন উঠছে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে অনেকেই আবার ২৫ জন বিচারপতির একসঙ্গে ছুটিতে যাওয়া নিয়ে সমালোচনা শুরু করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি
Mamata Banerjee : কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার, পাল্টা আক্রমণে বিজেপির ভাবনা বোহরা