নিয়োগে কোনও স্বচ্ছতা নেই। পুরো প্রক্রিয়াতেই কারচুপির অভিযোগ তুলে ২০১৬-র এসএসসির নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা বোধ করছে না আদালত।
28
তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনাতিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, ২০১৬ সালের এসএসসি তে ২৬ হাজারের যে নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। ফ্রেস সিলেকশন’ প্রসেস হবে। এই ‘ফ্রেস সিলেকশন’ প্রসেসের কাজ তিন মাসের মধ্যে শেষ করতে হবে।
38
পুরনো কর্মস্থলে ফিরতে পারবেন
যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয়, অর্থাৎ যারা পদোন্নতির জন্য আবেদন করেছিলেন বা অন্য সরকারি চাকরি ছেড়ে যারা SSC-র মাধ্যমে স্কুলে যোগ দিয়েছিলেন তাঁরা পূর্বের চাকরিতে যোগ দিতে পারবেন। তাঁরা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কাজ করবেন। অর্থাৎ পূর্বের যে স্কুলে যে বিভাগে চাকরি করতেন সেই বিভাগে কি চাকরি করবেন তাদের নতুন করে সেখানে একটি আবেদন করতে হবে।
ফ্রেস সিলেকশন’ প্রসেস হবে। এই ‘ফ্রেস সিলেকশন’ প্রসেসের কাজ তিন মাসের মধ্যে শেষ করতে হবে। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের।
58
বহাল থাকছে বিশেষভাবে সক্ষমদের চাকরি!
বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থী সোমা দাসের চাকরি বহাল থাকছে। এছাড়া যে সমস্ত দৃষ্টিহীন চাকরি প্রাপক ছিলেন তাঁদের চাকরিও বহাল থাকবে বলে এদিন মামলার শুনানিতে জানায় শীর্ষ আদালত।
68
নতুন করে পরীক্ষা দিতে পারবেন চাকরি প্রাপকরা
ফের নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চাকরি প্রাপকরা। ফলে নতুন নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন ২০১৬ সালের চাকরি প্রাপকরা।
78
ফেরত দিতে হবে বেতনের টাকা
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে। জানাল সুপ্রিম কোর্ট।
88
সম্ভব হয়নি যোগ্য-অযোগ্য বাছাই
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা বোধ করছে না আদালত। ফলে ২০১৬ সালের নিয়োগে যে কারচুপি হয়েছিল তা থেকে যোগ্য-অযোগ্য বাছাই করা অসম্ভব। ফলে এদিন পুরো প্যানেলই বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট