অসমের বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে। রাজ্যের ১২টি জেলার ৬৭১টি গ্রাম জলের তলায় রয়েছে। ২৪ ঘণ্টায় প্রায় আড়াই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অসমের বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে। রাজ্যের ১২টি জেলার ৬৭১টি গ্রাম জলের তলায় রয়েছে। ২৪ ঘণ্টায় প্রায় আড়াই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকি, কুশিয়ারা, দিখৌও জিয়া -সহ একাধিক নদীতে জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। মৃত্যু হয়েছে ৩৪ জনের। মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সিকিমেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অরুণাচল প্রদেশেও লাল সতর্কতা জারি করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা দুর্গতদের পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজ তদারকি করছেন।