চাকা আছে, লাইনও আছে, ট্রেন চলবে নিজের নিয়মে। চালক ছিলেন নিশ্চিন্ত। ফোনে ভিডিও কলে তিনি তখন মগ্ন। হঠাৎই গোটা ট্রেন দুলে উঠল।
চাকা আছে, লাইনও আছে, ট্রেন চলবে নিজের নিয়মে। চালক ছিলেন নিশ্চিন্ত। ফোনে ভিডিও কলে তিনি তখন মগ্ন। হঠাৎই গোটা ট্রেন দুলে উঠল। চালক কিছু বুঝে ওঠার আগেই লাইন টপকে ট্রেন সোজা গিয়ে উঠল প্ল্যাটফর্মে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে। সৌভাগ্যবশত তখন প্ল্যাটফর্মে কেউ উপস্থিত ছিলেন না। তাই প্রাণহানি ঘটেনি। ট্রেনের যাত্রীরাও কেউ বিশেত আহত হননি। তবে ব্যস্ত সময়ে ঘটলে ফের বহু প্রাণ এই কাজের বলি হতেন। চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রেল সূত্রে খবর। দেখুন ভিডিও।