ভারতের বিশ্ববিদ্যালয়ে কোর্স সম্পূর্ণ করা যাবে না, ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের স্পষ্ট নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে, ভারতের আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান নেই যার মাধ্যমে অন্য দেশ থেকে অর্ধেক কোর্স সম্পন্ন করে আসা ছাত্রছাত্রীরা তাঁদের কোর্সের বাকি অর্ধেক ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে সম্পূর্ণ করতে পারেন। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার হামলার প্রেক্ষিতে যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়ে ছোট্ট দেশ ইউক্রেন। এর জেরে ইউক্রেনে চালিয়ে যাওয়া পড়াশোনা অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার ভারতীয় পড়ুয়াকে। তাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন ডাক্তারি পড়ুয়া। কোর্স মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক দোলাচলে পড়েন তাঁরা। এখন কী করবেন, সেই চিন্তায় দিশাহারা হয়ে পড়েন পড়ুয়াদের অভিভাবকরাও। বর্তমানে ভারতের মেডিকেল কলেজগুলিতেই তাঁদের অবশিষ্ট ডাক্তারির পাঠ্যক্রম শেষ করার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার, সেই আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। ২৩ জুলাই থেকে দিল্লির রামলীলা ময়দানে অনশনেও বসেছিলেন অভিভাবক ও ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা। চরম উদ্বেগ নিয়েই পর পর কয়েকদিন যাবৎ অনশন বহাল রেখেছিলেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেন ফেরত পড়ুয়াদের অনশন এটাই প্রথমবার নয়, গত জুন মাসে এই দেশের মেডিকেল কলেজে তাঁদের ভর্তি নেওয়ার দাবিতে দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভে বসেছিলেন বেশ কয়েকজন ইউক্রেন ফেরত পড়ুয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে নেওয়ার আশ্বাস দিলেও সবার আগে প্রয়োজন ছিল কেন্দ্রীয় ছাড়পত্রের। 

Latest Videos

কিন্তু, সেই আশায় আপাতত দাঁড়ি টানতে হল পড়ুয়াদের। কারণ, এবিষয়ে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারতের আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের হাতে নেই যার মাধ্যমে অন্য দেশ থেকে অর্ধেক কোর্স সম্পন্ন করে আসা ছাত্রছাত্রীরা তাঁদের কোর্সের বাকি অর্ধেক ভারতের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ করতে পারেন। তাই, বিভিন্ন রাজ্য সরকারগুলির মত থাকলেও ভারত সরকারের সরাসরি প্রত্যাখ্যানে আপাতত আতান্তরেই রইলেন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা।

তবে, এ প্রসঙ্গে রাশিয়ার সরকারের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এখনও কিছুটা নিশ্চিন্ত রেখেছে ভারতীয় পড়ুয়াদের। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারত সরকারের কৌশলগত অবস্থানকে প্রশংসা করে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত জুন মাসে নয়াদিল্লির রুশ দূতাবাসের সহকারী প্রধান রোমান বাবুশকিন ঘোষণা করেছিলেন, ইউক্রেন ফেরত ২২ হাজার ভারতীয় পড়ুয়া ইচ্ছে করলে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারবেন। ইউক্রেনে অসমাপ্ত রেখে আসা কোর্সগুলির অসমাপ্ত অংশ থেকেই আবার পড়াশোনা শুরু করতে পারবেন তাঁরা। রুশ সরকারের এই আশার বাণীতে দিল্লির অনশন গলবে কিনা, তা অবশ্য সময়ই বলবে। 

আরও পড়ুন-
NEET 2022 UG টেস্টে ১৮ লক্ষ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী, রয়েছে ইউক্রেন থেকে ফেরত আসা ছাত্র-ছাত্রীরাও
ইউরোপ তাদের সমস্যাকে বিশ্বের ঘাড়ে চাপায়, বিশ্বের সমস্য়ায় মুখ ঘুরিয়ে থাকে, কড়া নিশানা জয়শঙ্করের
'ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ পুতিন', রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে বিস্ফোরক দাবি ইউক্রেনের

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)