Viral Video: বরফের মধ্যে দিয়ে ছুটছে ট্রেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেলমন্ত্রীর শেয়ার করা ভিডিও

বরফ সাদা উপত্যকা। সেখান দিয়েই হুহু করে ছুটে চলেছে ভারতীয় রেল। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জম্মু ও কাশ্মীরে তীব্র তুষারপাতের মধ্যে দিয়ে একটি ট্রেন চলাচলের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

বরফ সাদা উপত্যকা। সেখান দিয়েই হুহু করে ছুটে চলেছে ভারতীয় রেল। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জম্মু ও কাশ্মীরে তীব্র তুষারপাতের মধ্যে দিয়ে একটি ট্রেন চলাচলের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিনি আরও বলেছেন, ট্রেন কেন্দ্র শাসিত অঞ্চলের বারামুল্লা-বানিহাল বিভাগে চলছিল। তিনি আরও জানিয়েছেন, কাশ্মীর উপত্যকার তুষারপাত।

03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর04:04BSF : সাহস দেখুন! বিএসএফ-এর উপর হামলা ও অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশী পাচারকারিদের03:13Nepal Earthquake Today : ভূমিকম্প! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার কলকাতা04:13'এই ভাইরাস ভারতে নতুন নয়', এইচএমপিভি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা02:49HMPV India : ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস এইচএমপিভি! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, উদ্বেগ বাড়ছে দেশে03:40PM Modi : নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : মোদী09:59'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে' নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক নরেন্দ্র মোদী03:14China HMPV Virus : ফের হবে লকডাউন? চিনে দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস! আতঙ্ক ভারতেও? দেখুন10:04গ্রামের মানুষদের জন্য দারুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন কী বলছেন05:59'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব' মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর