লোকসভায় কেন্দ্রকে নিশানায় শতাব্দী রায়। ক্যাগ রিপোর্ট নিয়ে লোকসভায় কেন্দ্রকে আক্রমণে শতাব্দী। ‘ক্যাগ রিপোর্ট দেখে কেন্দ্র কোথায় কোথায় টাকা দিচ্ছে? বিজেপির নারী শক্তি মানে কি?’
লোকসভায় কেন্দ্রকে নিশানায় শতাব্দী রায়। ক্যাগ রিপোর্ট নিয়ে লোকসভায় কেন্দ্রকে আক্রমণে শতাব্দী। 'ক্যাগ রিপোর্ট দেখে কেন্দ্র কোথায় কোথায় টাকা দিচ্ছে? বিজেপির নারী শক্তি মানে কি? সব জায়গায় ভগবান রামের ছবি রয়েছে, সীতা মা কোথায়? বিজেপি চিৎকার করে বলছে মোদীজি, ভগবান রামকে এনেছেন। একজন মানুষ এতটাই শক্তিশালী তিনি ভগবানকে নিয়ে আসছেন! তাহলে বিদেশ থেকে নিরব-মেহুল-বিজয় মাল্যদের কেন নিয়ে আসছেন না?'