৩১শে মে চলবে না কোনও ট্রেন! বিস্তারিত তথ্য জানাল রেলমন্ত্রক

Published : May 24, 2022, 10:55 PM IST
৩১শে মে চলবে না কোনও ট্রেন! বিস্তারিত তথ্য জানাল রেলমন্ত্রক

সংক্ষিপ্ত

বর্তমানে সারাদেশে ছয় হাজারের বেশি স্টেশন মাস্টারের ঘাটতি রয়েছে। আর এই পদে নিয়োগ দিচ্ছে না রেলওয়ে প্রশাসন। এ কারণে বর্তমানে দেশের অর্ধশতাধিক স্টেশনে মাত্র দুজন স্টেশন মাস্টার রয়েছে।

হেডলাইন পড়ে চমকে ওঠার কথা! ৩১ শে মে-র মধ্যে কেন্দ্র সরকার বা রেল মন্ত্রক কোনো ব্যবস্থা না নিলে চলতি মাসের ৩১ তারিখে সারাদেশে ট্রেনের চাকা থেমে যেতে পারে। এর কারণ হল ভারতীয় রেলের সমস্ত স্টেশন মাস্টারদের গণ ছুটিতে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রেলওয়ের উদাসীনতার কারণে, সারা দেশে প্রায় ৩৫ হাজার স্টেশন মাস্টার রেলওয়ে বোর্ডের কাছে একটি নোটিশ পাঠিয়েছেন। এতে ৩১ মে ধর্মঘটে যাওয়ার কথা বলা হয়েছে।

স্টেশন মাস্টার কেন গণ ছুটিতে যাচ্ছেন?

অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ধনঞ্জয় চন্দ্রত্রে তারা বলছেন যে এখন তাদের কাছে রেলওয়ে স্টেশন মাস্টারের গণ ছুটিতে যাওয়া ছাড়া উপায় নেই। বর্তমানে সারাদেশে ছয় হাজারের বেশি স্টেশন মাস্টারের ঘাটতি রয়েছে। আর এই পদে নিয়োগ দিচ্ছে না রেলওয়ে প্রশাসন। এ কারণে বর্তমানে দেশের অর্ধশতাধিক স্টেশনে মাত্র দুজন স্টেশন মাস্টার রয়েছে। স্টেশন মাস্টারদের শিফট আট ঘণ্টার হলেও কর্মী সংকটের কারণে প্রতিদিন ১২ ঘণ্টা শিফট করতে হয়। যেদিন একজন স্টেশন মাস্টারের সাপ্তাহিক ছুটি থাকে, সেদিন অন্য স্টেশন থেকে কর্মচারীকে ডাকতে হয়। এমতাবস্থায় কোনো কর্মচারীর স্বাস্থ্যের অবনতি হলে বা তাদের বাড়িতে কোনো জরুরি অবস্থা হলে সেখানে হৈচৈ পড়ে যায়।

অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। দীর্ঘ লড়াইয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাও যখন রেল প্রশাসন তাদের দাবি মানেনি। প্রথম পর্যায়ে, AISMA আধিকারিকরা রেলওয়ে বোর্ডের আধিকারিকদের ই-মেইল পাঠিয়ে তাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রতিবাদ করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে, ১৫ অক্টোবর ২০২০ তারিখে সারাদেশের স্টেশন মাস্টাররা নাইট ডিউটি শিফটে স্টেশনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন।

বিক্ষোভের তৃতীয় পর্বটি ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২০ পর্যন্ত এক সপ্তাহ ধরে চলে। সেই সময়ে স্টেশন মাস্টাররা কালো ব্যাজ ধারণ করে ট্রেন পরিচালনা করেন। চতুর্থ পর্বে, সমস্ত স্টেশন মাস্টার ৩১অক্টোবর ২০২০ তারিখে একদিনের অনশনে গিয়েছিলেন। পঞ্চম পর্যায়টি প্রতিটি বিভাগীয় সদর দপ্তরের সামনে সম্পাদিত হয়েছিল। ষষ্ঠ পর্বে সব সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি পেশ করা হয় এবং রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। সপ্তম পর্বে তিনি রেল প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান। তা সত্ত্বেও স্টেশন মাস্টারদের সব দাবি এখনও আটকে রয়েছে। 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo