যোগী ঝড়ে ধরাশায়ী অখিলেশ-মায়াবতী, উত্তরপ্রদেশে সর্ব বৃহৎ দল হিসাবে ফের আত্মপ্রকাশ বিজেপির

এর আগে ২০১৭ সালের শেষ বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছিল ১১ মার্চ। সেই সময়েও বিপুল সংখ্যা গরিষ্ঠতায় রাজ্যে ক্ষমতায় ফিরেছিল বিজেপি।

ইঙ্গিত আগেই মিলেছিল। অবশেষে জনমত সমীক্ষার ফলাফলকে সত্যি করেই উত্তরপ্রদেশে (BJP in Uttarpradesh) বিপুল সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় ফিরল বিজেপি। শেষ পাওয়া আপডেটে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ২৫৫-রবেশি আসনে এগিয়ে রয়েছে যোগী ব্রিগেড (Yogi Adityanath)। যার মধ্যে সিংহভাগ আসনেই এসে গিয়েছে জয়। এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। এদিকে ফল প্রকাশের দিন কোনোরকম বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। গণনা কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে এর আগে ২০১৭ সালের শেষ বিধানসভা নির্বাচনের ফল(result of the assembly election) বেরিয়েছিল ১১ মার্চ। সেই সময়েও বিপুল সংখ্যা গরিষ্ঠতায় রাজ্যে ক্ষমতায় ফিরেছিল বিজেপি(BJP)।

এদিকে শেষ পাওয়া আপডেটে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন বারাণসীতে সাতটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তিন দফা গণনার পর মন্ত্রী নীলকান্ত তিওয়ারি দক্ষিণ বারাণসী সিটি থেকে ১৬৭৩টি ভোটে পিছিয়ে রয়েছেন। বাকি সাতটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পিন্দ্রা থেকে কংগ্রেসের অজয় রাই পিছিয়ে রয়েছেন। শিবপুর থেকে বিজেপির অনিল রাজভর, সিটি উত্তরের রবীন্দ্র জয়সওয়াল এবং ক্যান্ট থেকে বিজেপির সৌরভ শ্রীবাস্তব এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

Latest Videos

আরও পড়ুন- ‘নিজেদের সীমারেখা বুঝুন’, নজরুল মঞ্চ থেকেই ফের সংবাদমাধ্যকে হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন- যুদ্ধ আবহে তরনী মোহনের লোক সঙ্গীতেই শান্তির বার্তা, নতুন গান নিয়ে জোর চর্চা সঙ্গীত মহলে

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে অসামান্য অবদান এই ২৯ মহীয়সীর, নারী দিবসেই নারী শক্তি পুরষ্কার রাষ্ট্রপতির

এদিকে যোগী ব্রিগেডকে এবারের ভোটে জোরদার টক্কর দিয়েছিল বিরোধীরা। তবে শেষ পর্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলার জন্য যোগীর উপরেই যে রাজ্যের মানুষ ফের ভরসা করছে তা বলাই বাহুল্য। পাশাপাশি এবারের ভোটো মহিলা ভোট যে এক্স ফ্যাক্টর হয়েছে তা বলাই বাহুল্য। অন্যদিকে করোনাকালে বিনামূল্যে রেশন বিতরণ কাজে এসেছে বলে মনে করা হচ্ছে। একইসহ্গে কিষাণ সম্মান নিধি এবং আবাসন প্রকল্প যোগীর পক্ষে ভোট টেনেছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আওতায় প্রতি বছর ছোট কৃষকদের ছয় হাজার টাকা দেওয়া হয়। এই অর্থ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে যায়। এছাড়াও, দরিদ্র ও মধ্যবিত্তদের আবাসন প্রকল্প এবং শৌচাগারের জন্য যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হয়। দলিত ভোটারদের বিজেপিতে আসাও যে বিজেপি-র জয়ের রাস্তা আরও সহজ করেছে তা সহজেই অনুমেয়। এবারের ভোটে প্রায় ৭০ শতাংশ দলিত ভোটার বহুজন সমাজ পার্টি থেকে বিজেপিতে চলে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- বেসরকারি কলেজেও সরকারির খরচ, ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |