পিকনিক করতে যাওয়াই কাল হল! তুমুল স্রোতে ভেসে গেল ৭ জন! লোনাভালার ঝর্ণায় তলিয়ে গেল একই পরিবারের ৫ জন। মহারাষ্ট্রের লোনাভালা ঝর্ণা দুর্ঘটনা। মর্মান্তিক মুহূর্তের ভিডিও দেখলে কেঁপে উঠবে বুক।
পিকনিক করতে যাওয়াই কাল হল! তুমুল স্রোতে ভেসে গেল ৭ জন! লোনাভালার ঝর্ণায় তলিয়ে গেল একই পরিবারের ৫ জন। মহারাষ্ট্রের লোনাভালা ঝর্ণা দুর্ঘটনা। মর্মান্তিক মুহূর্তের ভিডিও দেখলে কেঁপে উঠবে বুক। মোট ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার পর্যন্ত নিখোঁজ আরও একটি দেহ। তবে ঘটনায় দু'জন সাঁতরে নিজেদেরকে বাঁচাতে পেরেছেন