নীল সাপ বসে রয়েছে গোলাপের ওপর। যা এককথায় 'ভয়ঙ্কর সুন্দর'। কারণ পশু বিজ্ঞানীদের কথায় নীলসাপ রীতিমত বিষাক্ত। সবভুলে নীলসাপে মুগ্ধ রয়েছে নেটিজেনরা। একটি লাল গোপাল আর তারওপর ঘুরে বেড়াচ্ছে মাঝারি সাইজের নীল সাপ। লাইফ অফ আর্থ নামে একজনের ট্যুইটার হ্যান্ডেল থেকেই পোস্ট করা হয়েছে ছবিটি। আর নিমেষের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। মন কেড়ে নেয় শত শত নেটবাসীদের। কারণ ১৭ সেপ্টেম্বর পোস্টা হয় নীল সাপের ছবিটি। আর মাত্র একদিনের মধ্যেই সুন্দরী নীল সাপটি মন ভুলিয়েছে বহু মানুষের। পোস্টির সঙ্গে লেখা রয়েছে অবিশ্বাস্যভাবে সুন্দর নীল পিট ভাইপার। আপনিও দেখেনিন সেই ছবি।
মস্কোর একটি চিড়িয়াখানার অধিকর্তা জানিয়েছেন অধিকাংশ নীল সাপই বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। আর যেগুলি এখনও পর্যন্ত রয়েছে তাদের দেখা মেলা খুব কঠিন। এই সাপটির নাম নীল পিট ভাইপার। এটিকে দেখে কিছুটা নিরীহ মনে হলেও আদতে তা নয়। এটি রীতিমত ভয়ঙ্কর। এই সাপের বিষ মানুষের দেহের ভিরতে খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করে। পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণে জীবন বিপন্ন হতে পারে।
বেঙ্গালুরুর ইমেলেই লুকিয়ে ছিল সাইবার হামলার তীর , কতটা হাত রয়েছে চিনের
রেলের বেসরকারিকরণে আত্মনির্ভর ভারতের ওপর জোর , বাড়তে পারে ট্রেনের ভাড়াও
নীল পিট ভাইপার মূলত হোয়াইট লিপ ভাইপারের নীল সংস্করণ। ইন্ডোনেশিয়া আর পূর্ব তিমুরে এটি দেখতে পাওয়া যায়। আর মজার কথা হল বেশিরভাব ওয়াইট লিপ ভাইপার যে ডিম পাড়ে তার অধিকাংশের রঙ হয় সবুজ। নীল রঙের সাপ খুব কম দেখতে পাওয়া যায়। আবার নীল রঙের এই সাপগুলি সবুজ রঙের শাবকের জন্ম দেয়।