উত্তরবঙ্গে আজও জাঁকিয়ে ঠাণ্ডা থাকছে, পাশাপাশি রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্চার প্রভাব বাড়তে পারে।
মকর সংক্রান্তির পুণ্য তিথিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে। অর্থাৎ, সাগরে স্নানের আগে হাড় কাঁপানো শীতে ভুগবেন না পুণ্যার্থীরা। ঠান্ডা কমার পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতরের। চলতি সপ্তাহের শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই বলেই জানা গেছে। বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ না তৈরি হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা নেই। সাগরমেলার আগে সাগরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
কলকাতায় চলতি সপ্তাহে আকাশ পরিষ্কারই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সকালে হালকা কুয়াশা এবং বেলার দিকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। আপাতত বৃষ্টি হবে না। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৫০ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি।
উত্তরবঙ্গে আজও জাঁকিয়ে ঠান্ডা থাকছে, পাশাপাশি রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচের দিকে থাকবে। দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকবে এই তিন জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ঘন কুয়াশা পড়বে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয় জেলাতেও। আগামী ২৪ ঘণ্টা শীতের আমেজ ভালোই থাকবে পশ্চিমবঙ্গে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বেলা বাড়লে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা, তবে জেলাগুলিতে পারদ নীচের দিকেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ একটু বেশি থাকবে।
পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। শনিবার পশ্চিমী ঝঞ্ঝার পর আজ মঙ্গলবার ফের উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্চার প্রভাব বাড়তে পারে। বুধবার পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা সহ উত্তর-পশ্চিম ভারতের সমতল অংশে ঢুকবে এই ঝঞ্ঝা। দক্ষিণ বাংলাদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবারের পর তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। সমতলের অংশেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী দু-তিন দিন তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
বৃহস্পতিবার থেকে পূর্ব ও মধ্য ভারতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। বুধবারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। একমাত্র মহারাষ্ট্রে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হতে পারে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়, চলবে শুক্রবার পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশ পঞ্জাব, হরিয়ানা ও তার আশেপাশের অঞ্চলগুলিতে এবং উত্তর প্রদেশের কিছু অংশে বৃষ্টি ও ঝঞ্ঝার পরিস্থিতি থাকবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। এই তিনদিন ধরে জম্মু-কাশ্মীর, কাশ্মীর ভ্যালি এবং লাদাখে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়। দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-
বাণিজ্যিক গাড়িতে ভিএলটিডি যন্ত্র বসাতেও ‘কাটমানি খাবে’ রাজ্য সরকার: চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর
গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালু হচ্ছে বিশেষ ট্রেন, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিনও থাকছে বিশেষ সুবিধা
‘কোথায় কী বলতে হয় জানেন না’, জি২০ সম্মেলনে মমতার মুখে বামেদের তিরস্কার শুনে ক্ষুব্ধ বিকাশরঞ্জন