মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় স্পিতি ভ্যালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই দম্পতি। রণবীর কাপুর আর রশ্মিকা মন্দানা অভিনীত সিনেমা 'অ্যানিম্যাল'-এর নকল বলেই মনে করছে নেট মহল।
মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় স্পিতি ভ্যালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই দম্পতি। রণবীর কাপুর আর রশ্মিকা মন্দানা অভিনীত সিনেমা 'অ্যানিম্যাল'-এর নকল বলেই মনে করছে নেট মহল। হিমশীতল ঠাণ্ডায় বরফাবৃত পাহাড়ে তুষারপাত সহযোগে পড়া হল বিয়ের মন্ত্র।