কেদারনাথ মন্দিরের সামনে প্রেমের প্রস্তাব ইউটিউবার বিশাখা ফুলসুঞ্জর । সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল ইউটিউবারের ভিডিও নিয়ে ।
ভালবাসার সাক্ষী কেদারনাথের মন্দির চত্ত্বর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু বিতর্কও কম হচ্ছে না। যাইহোক এবার আসি আসল ঘটনায়। ইউটিউবার বিশাখা ফুলসুঞ্জ কেদারনাথ মন্দিরের বাইরে তাঁর প্রেমিককে নিজের মনের কথা জানিয়েছেন। জানিয়েছেন ভালবাসার কথা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে এই ভি়ডিও পোস্ট করে বিশাখা লেখেন, 'আজ সেই দিনটি ছিল যেটি অনেক পরিকল্পনা ও চিন্তাভাবনার পরে সত্যি হল।'