কেসি পালের মার্কিন সংস্করণ, পৃথিবী গোল নয় প্রমাণ করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন

  • কলকাতায় রাস্তায় জনৈক কেসি পালের লেখা চোখে পড়ে দীর্ঘদিন ধরে
  • তাঁর বিশ্বাস, পৃথিবী সূর্যকে নয়, বরং সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে
  • আমেরিকার এক শখের মহাকাশচারীর ধারণা, পৃথিবীর আকৃতি গোল নয়, বরং চ্য়াপ্টা
  • আর তা প্রমাণ করতে গিয়ে নিজের বানানো রকেট ওড়ানোর সময়ে বেঘোরে প্রাণ হারান তিনি

Sabuj Calcutta | Published : Feb 24, 2020 6:26 AM IST

কলকাতার রাস্তায়  জনৈক কেসি পাল যেমন অহরহ প্রমাণ করার চেষ্টা করেন, পৃথিবী সূর্যকে নয়, বরং সূর্য পৃথিবীকে ঘুরছে, আমেরিকার রাস্তায় তেমন মাইকেল হিউজ এই শখের মহাকাশচারীর ধারণা, পৃথিবী গোল নয় বরং চ্য়াপ্টা আর তা প্রমাণ করতে গিয়েই বেঘোরে প্রাণ হারালেন তিনি

ছোটবেলায় ভূগোল বইতে পড়তে হয়েছে, পৃথিবীর আকৃতি কীরকম? কেউ বলে গোল, কেউ  বলে চ্য়াপ্টা, কেউ বলে কমলা লেবুর মতোঅনেক তর্কের পর সবাই একমত হয়, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোনা পুরো গোল, না পুরো চ্য়াপ্টাকিন্তু যে তর্কের মীমাংশা একরকম হয়েই গিয়েছে, সেই তর্কই নতুন করে তুললেন ৬৪ বছরের শখের মহাকাশচারী  মাইকেল হিউজ বা ম্য়াড মাইককেন জানি না তাঁর মনে হয়েছিল, পৃথিবীর আকৃতি গোল নয়, বরং চ্য়াপ্টা আর যেমন ভাবা তেমন কাজ  কলকাতার রাস্তায় কেসি পালকে দেখা যায়, রাস্তায় রাস্তায় বাতিস্তম্ভের তলায় দিবারাত্রি লিখে চলেছেন-- সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছেএমনকি বইমেলার টয়লেটে অবধি পৌঁছে যায় কেসি পালের হাতে লেখা পোস্টারকিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভদ্রলোকের প্রয়াস ওই অবধি থেমে থাকেনিতাঁর ধারণা যে সঠিক তা প্রমাণ করতে গিয়ে তিনি ক্য়ালিফোর্নিয়ার এক জনবিহীন অঞ্চলে এক বাষ্পচালিত রকেট ওড়ানোর চেষ্টা করেছিলেনতাঁর দুর্ভাগ্য়, রকেটটি ওড়ার সঙ্গেসঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেএকেবারে মাটিতে আছড়ে পড়েতারপর বিস্ফোরণে আগুন ধরে যায়আর ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর

জানা গিয়েছে, ক্য়ালিফোর্নিয়ার বারসটোর বাসিন্দা মাইকেল কিন্তু পেশায় ছিলেন একজন স্টান্টম্য়ান পৃথিবী যে গোল নয়, বরং চ্য়াপ্টা, সেই বিশ্বাস তাঁর দীর্ঘদিনের  আর তাঁর ধারণা যে সঠিক তা প্রমাণ করতে তিনি উঠেপড়ে লেগেছিলেন কিন্তু শুধুই কি আর বিশ্বাসে চিঁড়ে ভেজে? তাই একসময়ে তিনি ঠিক করে ফেললেন, প্রমাণ করেই ছাড়বেন যেমন ভাবনা, তেমন কাজ  সায়েন্স চ্য়ানেলের সঙ্গে একটি চুক্তি করে ফেললেন ঠিক করা হল, তাঁর বাড়িতে তৈরি রকেটের সাহায্য়ে তিনি দেড় হাজার কিলোমিটার অতিক্রম করবেন আর প্রমাণ করে ছাড়বেন যে,  পৃথিবীর আকৃতি গোল নয়, বরং চ্য়াপ্টা সায়েন্স চ্য়ানেল তা লাইভ সম্প্রচার করবে অনেক চেষ্টার পর শেষ অবধি শনিবার সেই রকেট যখন উড়তে শুরু করল, তখনই দুর্ঘটনা ঘটলঘটনাস্থলেই মৃত্য়ু হল মাইকেলের হিউজের

পৃথিবী চ্য়াপ্টা কিনা, তা আর জানা গেল না

Share this article
click me!