আন্দোলনের মধ্যেই কোটা নিয়ে বড় রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের, জানুন এবার থেকে কেমন হবে সরকারি চাকরি

বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের সংরক্ষণ নিয়ে রায় খারিজ করে দিল। এবার থেকে মেধার ভিত্তিতেই বাংলাদেশে নিয়োগ করা হয়ে ৯৩ শতাংশের।

 

Saborni Mitra | Published : Jul 21, 2024 10:57 AM IST

কোটা বিরোধী তুমুল আন্দোলনের মধ্যেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের সংরক্ষণ নিয়ে রায় খারিজ করে দিল। এবার থেকে মেধার ভিত্তিতেই বাংলাদেশে নিয়োগ করা হয়ে ৯৩ শতাংশের। ২০১৮ সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা৫ জুন অবৈধ ঘোষণা করেছিল বাংলাদেশের হাইকোর্ট। তারপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে হাসিনা সরকারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে হাসিনা সরকারকে।

২০১৮ সালে হাসিনা সরকরা সংরক্ষণ পুরোপুরি বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা অবশ্য মেনে নেয়নি সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় বাতিল হলেও সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি খারিজ করে দেয়নি সুপ্রিম কোর্ট।

Latest Videos

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেশের সরকারি চাকরির ক্ষেত্রে ৯৩ শতাংশ নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে। পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোগদ্ধাদের সন্তান ও পরিবারের সদস্যদের জন্য। বাকি দুই শতাংশ আসন সংরক্ষিত থাকবে দেশের অন্যান্য শ্রেণির জন্য। পাশাপাশি আন্দোলনরত ছাত্রছাত্রীদের দ্রুত আদালতে ফিরতে নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

আগে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বাংলাদেশের সমস্ত সরকারি চাকরিতে ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকত। ২০১৮ সালে সেই পুরো সংরক্ষণ ব্যবস্থাই তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাইকোর্ট আবার ৩০ শতাংশ সংরক্ষণই লাগু করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার থেকে সরকারি চাকরির ক্ষেত্র মাত্র ৫ শতাংশ সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য।

১৯৭২ সাল থেকেই বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল। শুরুতে সরকারি চাকরির ৫৬ শতাংশ আসনই সংরক্ষিত রাখা হত । বাকি মাত্র ৪৪ শতাংশ আসনে মেধার ভিত্তিতে নিয়োগ করা হত। ৫৬ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বরাদ্দ ছিল ৩০ শতাংশ। মহিলাদের জন্য ১০ শতাংশ, বিভিন্ন জেলার জন্য ১০ শতাংশ, জনজাতির জন্য ৫ শতাংশ, আর প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ পদ সংরক্ষিত ছিল।

২০১৮ সাল থেকেই সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। সেই সময়ই হাসিনা সরকার মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ এবং জেলা খাতে ১০ শতাংশ সংরক্ষণ বাতিল করে দেন। রাখা হয় শুধু জনজাতিদের ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের ১ শতাংশ সংরক্ষণ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল