ওবায়দুল কাদের পাঠানের বাংলাদেশে মুক্তি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, 'আমার মনে হয় এই দেওয়া নেওয়া খুবই ভাল। বিনিময়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হব।'
ভারত-সহ ১০০টি দেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান। চুটিয়ে ব্যবসা করছে। দর্শকরা রীতিমত খুশি। দীর্ঘদিন পরে বক্স অফিসে ফিরছেন শাহরুক খান। কিন্তু এখনও বঞ্চিত শাহরুখ-দীপিকার বাংলাদেশের ভক্তরা। সেই দেশে এখনও মুক্তি পায়নি পাঠান। কবে মুক্তি পাবে পাঠান- তাই নিয়ে এখনও জল্পনার অন্ত নেই বাংলাদেশে। এরই মধ্যে পাঠান ছবি নিয়ে মুখ খুললেন সেদেশের মন্ত্রী তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে সরস্বতী পুজো উপলক্ষ্যে গিয়েছিলেন। সেখানেই ওবায়দুল কাদের পাঠানের বাংলাদেশে মুক্তি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, 'আমার মনে হয় এই দেওয়া নেওয়া খুবই ভাল। বিনিময়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হব।' কিন্তু কবে মুক্তি পাবে পাঠান- তার উত্তর তিনি দেননি।তিনি জানিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
সূত্রের খবর, সেই দেশের নীতিমালা সংক্রান্ত জটিলতায় আপাতত মুক্তি পাচ্ছে না পাঠান। সাফটা চুক্তি (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি) অধীনে আমদানি-রফতানি নীতিমালায় ছবিটি সেই দেখে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু মঙ্গলবার গুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রক আমদানি ও রফতানি সংক্রান্ত কমিটি মিটিং-এ বসে। কিন্তু মুক্তির বিষয় কমিটি এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। কিন্তু কমিটি বাণিজ্য মন্ত্রকের কাছে নীতিমালার তিনটি ধারা বিচার বিশ্লেষণ করে ছবিটি মুক্তি দেওয়ার বা না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
আর সেই কারণে আপাতত আটকে রয়েছে পাঠানের মুক্তি। কারণ বর্তমানে পাঠানের মুক্তি নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করছে আইনজীবীরা। তারাই এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে। তথ্য সম্প্রচার সূত্রের খবর আগামী দুই এক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রক এই বিষয়ে চিঠি পাঠাবে। বাংলাদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম মেনেই পাঠান যদি তাদের দেশের সিনেমা হলে মুক্তি পায়া তাহলে তাদের কোনও সমস্যা নেই। কিন্তু সিনেমা আদানপ্রদানের নীতিমালায় সমস্যা দেখা দিয়েছে।
বাংলাদেশের মন্ত্রী অবশ্য পাঠান ছাড়াও সেই দেশের ও এই দেশের সিনেনা নিয়ে কথা বলেন। তিনি বলেন এখন আর তেমন বাংলা সিনেমা দেখেন না। তাঁর দেখা শেষ বাংলাছবি সুতরাং। তবে তাঁর সবথেকে ভাল লাগে উত্তম সুচিত্রার সিনেমা দেখতে। অকপটে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বাংলা সিনেমায় ওঁরাও সেরা অভিনেতা। বাংলাদেশের শবনম আর রহমান জুটি তাঁর প্রিয় বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
বাংলাদেশের সরকারি অনুদানে নির্মিত বীরকন্যা প্রীতিলতা ছবিটি নিয়ে তিনি বলেন ছবিটি আগামী ৩ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে। এটি সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে তৈরি হয়েছে। ছবি বনিয়েছেন প্রদীপ ঘোষ।