চতুর্থ শিল্প বিপ্লবের জের, বাংলাদেশে কর্মহীন হওয়ার পথে ৫৪ লক্ষ ব্যক্তি!

শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই বাংলাদেশে চরম অস্থিরতা চলছে। নোবেলজয়ী মহম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেও, বাংলাদেশের অর্থনীতির সঙ্কট কাটছে না।

বাংলাদেশের অর্থনীতিতে ইলিশের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোশাক শিল্প। কিন্তু চিনা পণ্যের দাপটে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের পোশাক শিল্পে মন্দা দেখা যাচ্ছে। এবার চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কর্মহীন হতে চলেছেন বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষ। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে যুক্ত অন্তত ২৭ লক্ষ মানুষ বেকার হয়ে যেতে পারেন। বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রেও চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব পড়তে চলেছে। বাংলাদেশের বহু মানুষ আসবাবপত্র তৈরি এবং বিক্রির সঙ্গে যুক্ত। এই ক্ষেত্রে কাজ হারাতে পারেন অন্তত ১৪ লক্ষ কর্মী। কৃষিক্ষেত্র এবং পর্যটন শিল্পেও চতুর্থ শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। এই দুই ক্ষেত্র মিলিয়ে অন্তত ১২ লক্ষ ব্যক্তি কর্মহীন হয়ে পড়তে পারেন। চর্মজাত শিল্পে কাজ হারাতে পারেন অন্তত এক লক্ষ কর্মী।

বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে সবদিকেই সঙ্কট

Latest Videos

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থল কক্সবাজার। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রতট পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু গত কয়েক বছর ধরে কক্সবাজারে রোহিঙ্গাদের উৎপাতের ফলে পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানা গিয়েছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশে যে অস্থিরতা চলছে, তার ফলে বিদেশি পর্যটকরা নিরাপত্তা নিয়ে আশঙ্কার জেরে ঢাকা বা অন্যান্য শহর এড়িয়ে যাচ্ছেন। ফলে বাংলাদেশের অর্থনীতিতে সঙ্কট বাড়ছে।

বাংলাদেশ নিয়ে নেতিবাচক রিপোর্ট আন্তর্জাতিক শ্রম সংস্থার

আন্তর্জাতিক শ্রম সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের অর্থনীতি এবং বেকারত্ব সম্পর্কে নেতিবাচক রিপোর্ট দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলে 'ডিজিট্যাল বাংলাদেশ' গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে এখনও বিশেষ উন্নত হতে পারেনি বাংলাদেশ। ফলে আর্থিক উন্নতি হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শেখ হাসিনাকে ধরতে এবার ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশ, রেড অ্যালার্টের নোটিশের আবেদন ইউনুস সরকারের

চিন্তায় বাংলাদেশ? ফের ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা! ট্রাম্পের জয়ে সিঁদুরে মেঘ দেখছে ইউনুস সরকার

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury