হাটে-বাজারে উঠছে রব, 'হাসিনাই ভালো ছিল' বাড়ছে জনতার ক্ষোভ! ইউনুসের বিরুদ্ধেই এবার সরব সমন্বয়করা

বাংলাদেশে হটাৎ শেখ হাসিনার নাম ঘোরাফেরা করছে। কিন্তু কেন?

Subhankar Das | Published : Oct 19, 2024 12:17 PM IST / Updated: Oct 19 2024, 05:50 PM IST

বাংলাদেশে হটাৎ শেখ হাসিনার নাম ঘোরাফেরা করছে। কিন্তু কেন?

কেউ বলছেন যে, “সরকার সীমান্ত খুলে দিলে কালই এই দেশ ছাড়ব। এই দেশে নইলে না খেয়ে মরতে হবে।” কারও কথায়, “সপরিবারে আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় নেই।” অশীতিপর এক বৃদ্ধ টিভি ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, “৫ অগাস্টের আগে গুলি খাইয়া মইরা গেলেই ভালো ছিল। আল্লাহ, আমাগো বাঁচায়ে রাইখা এ তোমার কেমন বিচার। এর নাম বাঁচা!”

Latest Videos

সবমিলিয়ে, এক অদ্ভুত পরিস্থিতি। কেউ রসিকতার সুরে কঠোর বাস্তব তুলে ধরতে গিয়ে বলেছেন, “ছোটবেলায় মা একটা ডিম পাঁচ ভাগ করে আমাদের পাঁচ-ভাইবোনের পাতে দিতেন। সরকারকে ধন্যবাদ ছেলেবেলা ফিরিয়ে দেওয়ার জন্য।” বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এমন সব মন্তব্যে। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়ে বহু মানুষ এখন টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়েই বলতে শুরু করে দিয়েছেন যে, “সরকারের মুখে শুধু সংস্কার আর সংস্কার। এদিকে আমাদের সংসার চলছে না। এর থেকে হাসিনাই ভালো ছিল।”

এমনকি, হাসিনা বিরোধী আন্দোলনে সপরিবারে অংশ নেওয়া এক মহিলা টিভি ক্যামেরার সামনে বলেছেন, “একবেলা খাব, আরেকবেলা না খেয়ে থাকব? এই জন্য নতুন সরকার আনছি আমরা?” প্রসঙ্গত, সবে আড়াই মাস হয়েছে, গণ অভ্যত্থানের মুখে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে দেশে ফিরিয়ে আদালতে পেশ করার তোড়জোড় শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সহ আওয়ামী লিগের শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যদিও আড়াই মাসেই গণ-অভ্যুত্থানের উন্মাদনা উধাও। মানুষ পাল্টা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে, হাসিনাকে হটিয়ে লাভটা কী হল? আওয়ামী লিগ তাই প্রচার শুরু করেছে, মহম্মদ ইউনুসের সরকার সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে জেলে পুরতে চাইছে। আর বাংলাদেশের মানুষ চাইছে তিনি ফের দেশের হাল ধরুক।

শুধু শেখ হাসিনার দলই নয়, গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পাশে থাকা সাংবাদিক-লেখক-শিল্পী-বুদ্ধিজীবী থেকে জনপ্রিয় ইউটিউবারদেরও অনেকেই বলতে শুরু করেছেন যে, হাসিনাকে সরিয়ে আসলে কোনও লাভই হয়নি। বরং বেশি খারাপই হয়েছে। কোনও কোনও সাংবাদিক, ইউটিউবার তো আবার তাদের আড়াই মাস আগের ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনের সাহসী ভূমিকা নিয়ে বাকিদের চোখে কার্যত অগ্নিকন্যা হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সনজিদা চৌধুরী একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, “এখন দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনা ঠিকই বলতেন যে, ছেলেমেয়েদের ভুল বুঝিয়ে সরকারের বিরুদ্ধে নামানো হয়েছে। কতগুলি তাজা প্রাণ অকালে ঝড়ে গেল। আমরা আসলে ষড়যন্ত্রের শিকার হয়েছি।”

অন্যদিকে, জিনিসপত্রের দাম নিয়ে তৈরি হয়েছে তীব্র অসম্তোষ। তারই মাঝে সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর মতো বড় বড় শহরে দিনের বেলা চাকু, পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের সিসি ক্যামেরার ফুটেজের ছড়াছড়ি। প্রধান উপদেষ্টা ইউনুস এবং তাঁর উপদেষ্টারা বাজার দর এবং চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ে তেমন মুখ খোলেননি অবশ্য।

তবে মানুষের বিক্ষোভকে আঁচ করে প্রকাশ্যে সরব হয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্বদানকারী ছয় সমন্বয়কের দুজন। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। হাসনাত শুক্রবার রাতে ঢাকায় এক সভায় বলেছেন, “চারদিকে লোকেরা বলতে শুরু করেছে, হাসিনাই ভালো ছিল। মানুষ এই কথা বলছে কারণ, অন্তর্বর্তী সরকার তাদের আশু চাহিদা পূরণ করতে পারছে না।”

তরুণ এই সমন্বয়কের দাবি, “বাজারে কোনও সবজি একশো টাকার নিচে নেই। আমারা খাব কী?” এরপরই তাঁর সংযোজন, “এমন পরিস্থিতির জন্য বিপ্লবের পর প্রতি-বিপ্লব হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যে, এই পরিস্থিতি চলতে থাকলে আপনাদের বিরুদ্ধেও মানুষ মাঠে নামতে দেরি করবে না। সাবধান হয়ে যান।”

আর এক সমন্বয়ক সারজিস তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি বলেছেন, “সরকার ঢিমে তালে চলছে।” তিনি আলাদা করে নিশানা করেছেন স্বাস্থ্যমন্ত্রককে। পুলিশের গুলিতে আহত বেশ কয়েকজনকে বিদেশে চিকিৎসা করানোর সুপারিশ করেছেন ঢাকার চিকিৎসকরা। ইউনুসের ঘোষণা অনুযায়ী, বিদেশে চিকিৎসার খরচও সরকার বহন করবে। সারজিস আলমের অভিযোগ, আড়াই মাসে একটি ফাইলও নড়েনি। সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, “আপনারা না পারলে সরে যান। আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন।”

ফলে, অনেকেই মনে করছেন, ছাত্র উপদেষ্টারা উপযুক্ত দায়িত্ব পালন করতে পারছেন না। শুধু সারজিস ও হাসনাতই নন, জেলা সমন্বয়কেরাও অনেকেই এখন পিঠ বাঁচাতে ইউনুসের মুণ্ডপাত শুরু করেছেন। পথেঘাটে তাদের জনক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে বারবার। রোজকার দিনযাপনের থেকেও থেকেও শাসন ব্যবস্থার সংস্কার অনেক বেশি জরুরি বলে মত অনেকের। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
সর্দার প্যাটলের জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে প্রধানমন্ত্রী, জানালেন শ্রদ্ধা | Narendra Modi
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা
'যে রাজ্যে শিল্প স্বাস্থ্য শিক্ষা অধঃপতনে সেই রাজ্যের কোনদিন উন্নতি হতে পারে না' বিস্ফোরক শান্তনু