অফিস টয়লেটে ১৫ মিনিটের বেশি থাকা যাবে না, জানিয়ে দিল চিনের সরকার

  • স্মার্ট পাবলিক টয়লেটে থাকছে একরকমের টাইম সেন্সর
  • এই পরিকল্পনা নিয়েছে চিনের মিউনিসিপ্যাল অথরিটি
  • শহরে ১৫০টি স্মার্ট  টয়লেট তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে
  • কিউব কতটা ফ্রেশ রয়েছে,সেন্সর তাও জানা যাবে

 অফিসে কাজের চাপে পডে অনেকেই কিছুটা সময় নিজেকে দিতে টয়লেটে যান। অনেকে মোবাইল ফোন ঘাটেন কেউবা খবরের কাগজ, বই পড়েন। কিন্তু সেখানেও এবার খেয়াল রাখতে পারে কর্তৃপক্ষ। কারণ স্মার্ট পাবলিক টয়লেটে থাকছে একরকমের টাইম সেন্সর। অফিসের কোনও কর্মীই  যাতে টয়লেটে বেশি সময় কাটাতে না পারেন সেই জন্য় একটা সময়সীমাও করে দেওয়া হয়েছে। মাত্র ১৫ মিনিট, এরই মধ্য়ে সব কাজ সারতে হবে। 

চিনের সাংহাইয়ে এই অভিনব পরিকল্পনা নিয়েছে সেখানকার মিউনিসিপ্যাল অথরিটি। শহরের নানা জায়গায় ১৫০টি স্মার্ট পাবলিক টয়লেট তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়,প্রতিটি কিউবিকলে থাকছে হিউম্যান বডি সেন্সর। এর ফলে কেউ যদি বেশি সময় টয়লেটে সময় কাটান,  সেন্সরই তা জানিয়ে দেবে যে, ভিতরে কেউ আছেন কিনা। আর এই সব তথ্যই চিন দেশের সরকার জমা নেবেন।

Latest Videos

তবে শুধুমাত্র এটাই নয়, তার সঙ্গে আরও কিছু সুবিধা পাওয়া যাবে। এই সেন্সরের মাধ্যমে  ওই কিউব কতটা ফ্রেশ রয়েছে, কতটা পরিমানে জল রয়েছে তাও জানা যাবে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি