বদলাচ্ছে আবহাওয়া, হাজার বছরের অভ্যেসে পরিবর্তন আনছে দুর্লভ এই বলগা হরিণ

সম্প্রতি এক সমীক্ষায় দেখা যাচ্ছে, বাঁচার তাগিদে, নিজেদের খাদ্যাভাসই বদলে ফেলেছে বলগা হরিণরা।  
 

arka deb | Published : May 7, 2019 2:50 PM IST

প্রতিদিন একটু একটু করে আবহাওয়া বদলাচ্ছে বিশ্ব জুড়ে। সমুদ্রের জলস্তর নামছে, বরফ গলছে মেরুপ্রদেশের। এই বদলের সঙ্গে খাপ খাওয়াতে নাজেহাল গোটা বিশ্ব। সেই দলে নাম লিখিয়েওছে একদল বলগা হরিণও। সম্প্রতি এক সমীক্ষায় দেখা যাচ্ছে, বাঁচার তাগিদে, নিজেদের খাদ্যাভাসই বদলে ফেলেছে বলগা হরিণরা।  

নরওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের এক দল সমীক্ষক  গবেষণা করে তুলে এনেছেন এই নতুন তথ্য। তাঁরা দেখাচ্ছেন, স্ভালবার্ড অঞ্চলের কয়েক হাজার বলগা হরিণ নিজেদের খাদ্যাভ্যাস বদলে সামুদ্রিক গাছপালা খাচ্ছে।

Latest Videos

পৃথিবীর সবচেয়ে বেশি বলগা হরিণের ঘনত্ব রয়েছে স্ভালবার্ড অঞ্চলে। এই অঞ্চলের কয়েক হাজার বছরের বালিন্দা এই হরিণরা এতদিন ঘাসপাতাই খেত। কিন্তু গোটা তুন্দ্রা অঞ্চল শীতে বরফে ঢেকে গেলে দেখা যাচ্ছে এই হরিণরা আর গাছপালা র সন্ধানে অসহায় ভাবে ঘুরছে না বরং সমুদ্রের দিকে গিয়ে সামুদ্রিক গাছপালা খাচ্ছে।  গবেষকদের দাবি বিষয়টি করুণ পরিণতি মনে হলেও আসলে আশার আলো রয়েছে। এই হরিণরা আসলে পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে চাইছে। এই কাজে তারা সফল হয়ে গেলে পৃথিবীতে তাদের বসবাসের মেয়াদ বাড়বে।
 

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট