USA News: অর্ডার ছিল মিল্ক শেক, পেলেন প্রস্রাব! চুমুক দিয়েই টনক নড়ল

বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে চিহ্নিত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু জো বাইডেনের দেশে যে সবকিছু ঠিকঠাক নেই, সেটা বিভিন্ন ঘটনায় প্রমাণ হয়ে যাচ্ছে।

ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে মিল্কশেকের অর্ডার দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উটার এক বাসিন্দা। তিনি বাড়িতে বসেই পেয়ে যান একটি ভর্তি কাপ। সেই কাপে কী আছে পরীক্ষা না করেই খেয়ে নেন ওই ব্যক্তি। সেই তরল পদার্থ মুখে দেওয়ার পরেই বুঝতে পারেন, মিল্কশেক নেই। তার বদলে আছে মূত্র। অর্থের বিনিময়ে মূত্র পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই ব্যক্তি। তিনি ডেলিভারি বয়কে ফোন করে ডাকেন। ওই ডেলিভারি বয় ফিরে এলে তাঁর সঙ্গে বচসা শুরু হয়। তখন সংশ্লিষ্ট ডেলিভারি বয় স্বীকার করেন, তিনি ভুল করেছেন। এরপর ফুড ডেলিভারি সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানান, ওই ব্যক্তি। কয়েকদিন পর তাঁকে কিছু অর্থ ফেরত দেওয়া হয়েছে। কিন্তু মিল্কশেকের পুরো দাম ফেরত দেওয়া হয়নি। বাড়তি কোনও অর্থও দেয়নি ওই ফুড ডেলিভারি সংস্থা।

কাজের চাপে ভুল ডেলিভারি বয়ের!

Latest Videos

যে ফুড ডেলিভারি বয় এই ভেজাল তরল পৌঁছে দেন তিনি দাবি করেছেন, কাজের চাপে কয়েক ঘণ্টা শৌচাগারে যাওয়ার সুযোগ পাননি। যে গাড়িতে করে খাবার ডেলিভারি দিচ্ছিলেন, সেই গাড়িতে দু'টি একই রকম দেখতে কাপ রাখা ছিল। তার মধ্যে একটি কাপ ছিল ফাঁকা। সেই কাপেই তিনি প্রস্রাব করেন। মিল্কশেক ডেলিভারি দেওয়ার সময় ভুল করে মূত্রের কাপটি দিয়ে বসেন।

ক্ষতিপূরণের দাবিতে অনড় ভেজাল তরল প্রাপক

ক্যালেব উড নামে যে ব্যক্তি মিল্কশেকের বদলে মূত্র পেয়েছেন, তিনি সংশ্লিষ্ট ডেলিভারি বয় ও সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। উড বলেছেন, 'আমি যে খাবার অর্ডার দিয়েছিলাম, সেটা পাওয়ার পরেই খেতে শুরু করে দিই। যে কাপে মিল্কশেক দেওয়া হয়, সেই কাপে স্ট্র দিয়ে চুমুক দিই। এরপরেই আমি বুঝতে পারি, গ্রাহহাব সংস্থার যে চালক আমাকে খাবার পৌঁছে দিয়েছেন, তিনি মিল্কশেকের বদলে মূত্র দিয়েছেন। আমি ওই চালককে ডেকে পাঠিয়ে দেখাই যে তিনি কী ভুল করেছেন। মিল্কশেকের জন্য আমাকে মোট ২৫ মার্কিন ডলার দিতে হয়েছিল। গ্রাবহাবের পক্ষ থেকে চারদিন পর আমাকে ১৮ মার্কিন ডলার ফেরত দেওয়া হয়। পুরো অর্থ ফেরত দেওয়া হয়নি।'

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Skin Cancer: ত্বকের ক্যান্সার সারিয়ে দিতে পারবে ছোট্ট একটা সাবান! ১৪ বছরের হেম্যান বেকেলে-র বিস্ময়কর আবিষ্কার

Viral Video: 'প্লিজ কেটে পড়ুন!' অতিকায় কালো জন্তুটিকে অনুরোধ করলেন বাড়ির মালিক

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News