PM Modi In USA: এলন মাস্ক থেকে জেফ স্মিথ! বিশ্বের অন্যতম সেরা ২৪ উদ্যোগপতীর সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী

Published : Jun 20, 2023, 07:52 PM ISTUpdated : Jun 20, 2023, 08:05 PM IST
Bangla_Pm_Modi

সংক্ষিপ্ত

এর আগেও যখন মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, তখনও দেখা গিয়েছিল বিশ্বের অন্যতম সেরা সব উদ্যোগপতিদের সঙ্গে তাঁকে বৈঠক করতে। এবারও তার অন্যথা হচ্ছে না। জানা গিয়েছে নিউ ইয়র্কে ২১ জুন হবে বৈঠক। 

নিউ ইয়র্কে ২১ জুন থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাষ্ট্রপুঞ্জের হেড কোয়ার্টাসে যোগ দিবসে তিনি যোগাসন করবেন। এরপরই নাকি প্রধানমন্ত্রী মোদীর যে সফরনামা রয়েছে তাতে অন্যতম উল্লেখযোগ্য ২৪ উদ্যোগপতির সঙ্গে বৈঠক। এই ২৪ উদ্যোগপতি বিশ্বের অন্যতম সেরা ইন্ডাস্ট্রি লিডার মধ্যে এই মুহূর্তে পরিগণিত হচ্ছেন। এমনকী, এই সব উদ্যোগপতিদের বিভিন্ন সংস্থা হয় ভারতের মাটিতে সরাসরি ব্যবসা করছে অথবা অফ-সোর বিজনেসের সঙ্গে জড়িত। বর্তমান বিশ্ব আর্থিক বিনিয়োগ এবং বাজার পাওয়ার ক্ষেত্রে ভারত যে সবচেয়ে এগিয়ে তাতে সন্দেহ নেই কারও। বিশেষ করে যেভাবে নয়া প্রযুক্তির আমদানিতে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স থেকে শুরু করে ইলেক্ট্রিক্যাল গ্যাজেটসের ব্যবহার এবং স্ট্যান্ডার্ড মডিউল ডিভাইসের কদর বাড়ছে তাতে এই সবের সহজলভ্য শ্রমিক প্রাপ্তি এবং উৎপাদনে ভারতের নাম সবার আগে বিবেচিত হচ্ছে। দেশের আর্থিক বুনিয়াদকে আরও সম্ভাবনাময় করতে প্রধানমন্ত্রী মোদী এই সব উদ্যোগপতির সঙ্গে বৈঠকের আলোচ্যসূচিতে সমস্ত খুটিনাটি বিষয় রাখতে যে কসুর করবেন না তাতে কোনও সন্দেহ নেই।

এই সব উদ্যোগপতিদের মধ্যে যেমন রয়েছেন নোবেল প্রাপক, তেমনি রয়েছেন অর্থনীতিবিদ, শিল্পী, বিজ্ঞানী, স্কলার ব্যক্তি, উদ্যোগপতি তেমনি আছেন শিক্ষাবিদ থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রের বিশেষজ্ঞ-ও। একনজরে দেখে নেওয়া যাক বেশকিছু নাম----

১। এলন মাস্ক, সিইও, টেসলা ও স্পেসএক্স সিইও

২। নাল ডিগ্রেস টাইসন, লেখক এবং মহাকাশবিজ্ঞানী

৩। পল রোমার, নোবেল প্রাপক অর্থনীতিবিদ, বর্তমান কর্মস্থল বিশ্ব ব্যাঙ্ক, পদ- মুখ্য অর্থ উপদেষ্টা

৪। নিকোলাস নাসিম তালিব, লেবানিজ-আমেরিকান প্রাবন্ধিক, পরিসংখ্যানবিদ এবং রিস্ক অ্যানালিসিস

৫। রে ডালিও, বিলিওনিয়ার ইনভেস্টর তথা হেজ ফান্ড ম্যানেজার

৬। ফালু শাহ, নিউ ইয়র্কের সঙ্গীতশিল্পা ও গান লেখক

৭। জেফ স্মিথ, ডিরেক্টর, দ্য হেরিটেজ ফাউন্ডেশন এশিয়ান স্টাডিজ সেন্টার

৮। মাইকেল ফ্রোম্যান, কাউন্সিল অন ফরেন রিলেশন প্রেসিডেন্ট

৯। ড্যানিয়েল রাসেল, ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিপ্লোম্যাসি, এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট

১০। এলব্রিজ কোলবি, আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এক্সপার্ট, পলিসিমেকার

১১। ডক্টর পিটার আগরে, আমেরিকান ফিজিসিয়ান, নোবেল প্রাপক, মলিকিউলার বায়োলজিস্ট

১২। ডক্টর স্টিফেন ক্লাস্কো, বিশিষ্ট হেলথকেয়ার লিডার, ইনোভেটর

১৩। চন্দ্রিকা ট্যান্ডন, ইন্ডিয়ান-আমেরিকান বিজনেস ওম্যান, মিউজিসিয়ান, ফিলানথ্রোপিস্ট 
 

আশা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর আমেরিকার সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে। কারণ, এই সফরে দুই দেশের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষ করে, ভারতীয় উপমহাদেশে প্রযুক্তিগত উৎপাদনে চিনের আধিপত্য রোধ করতে আমেরিকা কীভাবে সাহায্য করতে পারে তা নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে ঐতিহাসিক বলেও অনেকে ব্যাখ্যা করছেন।

আরও পড়ুন--- 
PM Visit In USA: প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, এটাই প্রথম মোদীর রাষ্ট্রীয় সফর 
থাকবেন ১৮০টিরও বেশি দেশের প্রতিনিধিরা, রাষ্ট্রপুঞ্জে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মোদী 
PM Modi US Visit: নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দারুণ আশাবাদী বিশিষ্ট শিক্ষাবিদরা

PREV
click me!

Recommended Stories

অভিভাসন ইস্যুতে বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্স, ভ্যান্সের স্ত্রী-সন্তানকে ভারতে পাঠাবে আমেরিকা?
এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের