ডিজিটাল ডলারে এবার লাগাম টানলেন ট্রাম্প! চূড়ান্ত নিষেধাজ্ঞা কি চলে এল?

ডিজিটাল ডলার নিষিদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প আদেশ জারি করেছেন।

ডিজিটাল  কারেন্সিতে লাগাম টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিজিটাল ডলার নিষিদ্ধ করে তিনি আদেশ জারি করেছেন। স্থিতিশীল অর্থনীতি, ব্যক্তিগত গোপনীয়তা এবং আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেই এই পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন। আমেরিকার অধিক্ষেত্রে ডিজিটাল কারেন্সির তৈরি, বিতরণ এবং ব্যবহার বন্ধ করাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছেন। 'ডিজিটাল ডলার' নামে পরিচিত এই কারেন্সি ডলারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেত। 
 

বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টবিহীন ব্যক্তিদের মার্কিন অর্থনীতির অন্তর্ভুক্ত করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে ডিজিটাল কারেন্সিকে সমর্থন করেন অনেকে। অন্যদিকে, 'ডিজিটাল ডলার' মানুষের গোপনীয়তার জন্য হুমকি এবং ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করতে পারে বলে মনে করেন ট্রাম্পের সমর্থকরা।

Latest Videos

ট্রাম্পের নির্দেশ
ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ক্রিপ্টোকারেন্সি মজুত করার সম্ভাব্যতা যাচাই এবং ডিজিটাল সম্পদের জন্য নতুন নিয়ন্ত্রণ কাঠামো প্রস্তাব করা ছিল এই কমিটির দায়িত্ব। 

ডিজিটাল কারেন্সি কি?
কোনও দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা মুদ্রাই ডিজিটাল কারেন্সি। এটি প্রচলিত মুদ্রার (যেমন টাকা বা ডলার) ডিজিটাল রূপ, যা ডিজিটাল লেনদেনে ব্যবহৃত হয়। ব্লকচেইন বা অন্য কোনও সুরক্ষিত প্রযুক্তির উপর ভিত্তি করে ডিজিটাল কারেন্সি তৈরি করা যায় এবং এটি মুদ্রার একটি ইলেকট্রনিক রূপ।

ভারতেরও আছে ডিজিটাল কারেন্সি  

ভারত তাদের ডিজিটাল কারেন্সি 'ই-রুপি' চালু করেছে। এটি বর্তমানে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। নগদবিহীন অর্থনীতি প্রসারই এর লক্ষ্য। স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং ডিজিটাল লেনদেন সহজ ও সাশ্রয়ী করে তোলাও ভারতের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News