Thailand Earthquake: প্রকৃতির রুদ্ররূপে বিধ্বস্ত মায়ানমার। প্রতিবেশি দেশের ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডে (Thailand Earthquake)। তছনছ ব্যাংককের একাধিক শহর। প্রভাব পড়েছে নর্দান থাইল্যান্ডে। চারিদিকে যখন কান্না-হাহাকার স্বজন হারানোর আর্তনাদ ঠিক
Thailand Earthquake: প্রকৃতির রুদ্ররূপে বিধ্বস্ত মায়ানমার। প্রতিবেশি দেশের ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডে (Thailand Earthquake)। তছনছ ব্যাংককের একাধিক শহর। প্রভাব পড়েছে নর্দান থাইল্যান্ডে। চারিদিকে যখন কান্না-হাহাকার স্বজন হারানোর আর্তনাদ ঠিক তখনই ধ্বংসের মধ্যে সৃষ্টি হল নতুন এক প্রাণের। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ভূমিকম্পের জেরে রাস্তাতেই সন্তানের জন্ম দিতে হল এক প্রসূতির। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহুর্তের ভিডিয়ো। যেখানে প্রতি সেকেন্ডে ছিল প্রাণ হারানোর ভয়। সেখানে বেঁচে থাকার অনিশ্চয়তার মধ্যেই এক শিশুর জন্ম দিয়েছেন থাইল্যান্ডের এক তরুণী। নেট নাগরিকরা ওই সদ্যোজাতের নাম দিয়েছে 'হোপ' (Hope-আশা)।
জানা গিয়েছে, শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার ও থাইল্যান্ড। সেই সময় প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই তরুণী। কিন্তু হঠাৎ ভূমিকম্পের জেরে দুলতে থাকে হাসপাতাল। তড়িঘড়ি হাসপাতাল থেকে বের করে আনা হয় রোগীদের। রাস্তার ধারে একটি পার্কে রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় ওই তরুণীর প্রসব যন্ত্রণা উঠলে রাস্তাতেই তাঁর সন্তান প্রসব করান ডাক্তাররা।
অন্যদিকে, জোড়া ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠে মায়ানমার (Myanmar)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। যার জেরে প্রভাব পড়েছে দিল্লিতে। কেঁপে উঠেছে দিল্লি ও উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। মায়ানমারের ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাঙ্কককের দূরত্ব ৯০০ কিলোমিটার। কিন্তু এই ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে উঠেছিল এই শহরের এলাকা। কম্পনের জেরে ব্যাঙ্কক জুড়ে ট্রেন ও মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। ভেঙে পড়েছে আভা সেতু।
প্রসঙ্গত, শুক্রবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার ও থাইল্যান্ড। মায়ানমারের অবস্থা শোচনীয়। গত ১০ ঘণ্টায় ১৪টি আফটারশক হয়েছে। কম্পনে বিপর্যস্ত মায়ানমার ও থাইল্যান্ড। এখনও কাটেনি ভূমিকম্পের রেশ। পর পর দু'বার তীব্র ভূমিকম্পের জেরে বিধ্বস্ত অবস্থা ব্যাংককের। ভেঙে পড়েছে বহু নির্মীয়মাণ বহুতল। চোখেমমুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। এখনও পর্যন্ত থাইল্যান্ডে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১০০ জন। অধিকাংশ মানুষ ও শ্রমিকদের ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।