ইজরায়েলের আকাশ ছেয়ে গেছে মিসাইলে। হামাসের ছোড়া মিসাইলে আকাশ লাল। কিন্তু মাঝ আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে মিসাইল। ইজরায়েলের আয়রন ডোম-এর চমৎকার। ইজরায়েলের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। মাঝ আকাশেই শত্রুর মিসাইল ধ্বংস করছে আয়রন ডোম।
ইজরায়েলের আকাশ ছেয়ে গেছে মিসাইলে। হামাসের ছোড়া মিসাইলে আকাশ লাল। কিন্তু মাঝ আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে মিসাইল। ইজরায়েলের আয়রন ডোম-এর চমৎকার। ইজরায়েলের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। মাঝ আকাশেই শত্রুর মিসাইল ধ্বংস করছে আয়রন ডোম। হামাসের ছোড়া ৯০ শতাংশ রকেট ধ্বংস করেছে আয়রন ডোম। প্রায় ৯৬ শতাংশ সফল বলেই দাবি ইজরায়েলের। ফলে ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়েছে ইজরায়েলের।