ভারতের পর চাঁদ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে চিনও। ভারতের মতোই সফলভাবে চাঁদের মাটিতে চিনের মহাকাশযান অবতরণ করতে সক্ষম হয়েছে। চাঁদের অজানা তথ্য জানার চেষ্টা করছে চিন।
রবিবার সকালে চাঁদের দূর প্রান্তে সফলভাবে অবতরণ করল চিনের তৈরি চেঞ্জ-৬ লুনার ল্যান্ডার। চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে চিন। তার আগে চাঁদের দূর প্রান্তে মহাকাশযান পাঠিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে চিন। চাঁদের মাটিতে মহাকাশযান সফলভাবে অবতরণ করায় চিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল। চাঁদের দক্ষিণ মেরু আইটকেন বেসিনে অবতরণ করেছে চিনের মহাকাশযান। এই মহাকাশযান এবার চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ শুরু করবে বলে জানিয়েছে চিনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এখনও পর্যন্ত চিনের মহাকাশ বিজ্ঞানীরা যত মহাকাশযান তৈরি করতে পেরেছেন, তার মধ্যে চেঞ্জ-৬ লুনার ল্যান্ডারই সবচেয়ে উন্নত মানের। এই মহাকাশযান চাঁদের মাটিতে গবেষণা চালিয়ে নমুন সংগ্রহ করার পর সফলভাবে পৃথিবীতে ফিরে আসবে বলে আশায় চিনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
চাঁদে দ্বিতীয় সফল অভিযান চিনের
রবিবার চিনের মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করায় নতুন নজির তৈরি হল। ২০১৯ সালে চেঞ্জ-৪ প্রোব মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। এবার চেঞ্জ-৬ লুনার ল্যান্ডারও চাঁদের দূর প্রান্তে সফলভাবে অবতরণ করল। ৩ মে শুরু হয় এই অভিযান। ৫৩ দিন পর্যন্ত এই মহাকাশযান কর্মক্ষম থাকবে বলে আশা করছেন চিনের মহাকাশ বিজ্ঞানীরা। তাঁদের পরিকল্পনা অনুযায়ী সব কাজ ঠিকমতো হলে পৃথিবীর মতোই চাঁদের মাটিতেও অন্য দেশগুলিকে টেক্কা দেওয়ার বড় দাবিদার হয়ে উঠবে চিন। ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চিন। চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও করেছে চিনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের দক্ষিণ মেরুতে বরফ ও জল আছে বলে মনে করছেন গবেষকরা। সে বিষয়েই গবেষণা চালানো হবে।
চাঁদ নিয়ে বাড়ছে আগ্রহ
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাশাপাশি চিনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থাও চাঁদ নিয়ে গবেষণা চালাচ্ছে। চাঁদ নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মহাকাশে মিলল 'পেট্রোল'! তাহলে কি এবার চাঁদ আর মহাকাশে বসবাস করা সহজ হয়ে উঠতে চলেছে
২১০০ বছর ধরে পৃথিবী চারপাশে পাক খাচ্ছিল আরেকটা চাঁদ! নতুন উপগ্রহের আবিষ্কারে চমক