বৃহস্পতির চাঁদে মিলল প্রাণের সন্ধান! খোঁজ পেতে তড়িঘড়ি মহাকাশযান পাঠাল নাসা

বৃহস্পতির চাঁদে মিলল প্রাণের সন্ধান! খোঁজ পেতে তড়িঘড়ি মহাকাশযান পাঠাল নাসা

Anulekha Kar | Published : Nov 6, 2024 10:20 AM IST / Updated: Nov 06 2024, 03:51 PM IST

বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় কি প্রাণ রয়েছে? তা জানতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বৃহস্পতির চাঁদ ইউরোপায় একটি মহাকাশযান পাঠিয়েছে। ৫ বিলিয়ন ডলারের এই অভিযানের লক্ষ্য হল বৃহস্পতির অন্যতম উপগ্রহ ইউরোপায় প্রাণের অনুসন্ধান করা।

মার্কিন মহাকাশ সংস্থার ইউরোপা ক্লিপার মহাকাশযানটি কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন হেভি রকেটে করে উৎক্ষেপণ করা হয়। রোবোটিক সৌর-চালিত প্রোবটি ২০৩০ সাল নাগাদ বৃহস্পতির চারপাশে কক্ষপথে প্রবেশ করার কথা রয়েছে। গত সপ্তাহে উৎক্ষেপণের পরিকল্পনা করা হলেও হারিকেন মিল্টনের কারণে তা স্থগিত করা হয়।

Latest Videos

বৃহস্পতির ৯৫টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত চাঁদের মধ্যে চতুর্থ বৃহত্তম ইউরোপা পৃথিবীর ব্যাসের মাত্র এক চতুর্থাংশ হলেও এর লবণাক্ত তরল পানির বিশাল বৈশ্বিক মহাসাগরে পৃথিবীর মহাসাগরের দ্বিগুণ পানি থাকতে পারে। পৃথিবীর মহাসাগরগুলি আমাদের গ্রহে জীবনের জন্মস্থান বলে মনে করা হয়।

ইউরোপা, যার ব্যাস প্রায় ১৯৪০ মাইল আমাদের চাঁদের প্রায় ৯০ শতাংশ আমাদের সৌরজগতের পৃথিবীর বাইরে জীবনের সম্ভাব্য আবাস হিসাবে দেখা হয়েছে। এর বরফের খোলসটি ১০ থেকে ১৫ মাইল পুরু, ৪০ থেকে ১০০ মাইল গভীর বলে মনে করা হয়।

নাসার মতে, ইউরোপা ক্লিপারের মূল বৈজ্ঞানিক লক্ষ্য হল বৃহস্পতির বরফের চাঁদ ইউরোপার পৃষ্ঠের নীচে এমন কোনও স্থান রয়েছে কিনা যা জীবনের পক্ষে সমর্থন করতে পারে তা নির্ধারণ করা।

Share this article
click me!

Latest Videos

কোচবিহারের সিতাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে মমতাকে তুলোধোনা দিলীপের, দেখুন কী বললেন | Dilip Ghosh
ফোন চুরি যেতেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৫ লক্ষ টাকা, পুলিশকে জানিয়েও হয়নি সুরাহা
'মিঠুনকে ভয় পেয়েছে TMC, এরা ক্ষমতায় থাকলে নারীরা নিরাপদ নয়' বিস্ফোরক রাহুল | Rahul Sinha BJP
কি প্রতিক্রিয়া! নৈহাটিতে ভোটের আগের দিন CID'র তলব অর্জুন সিংহকে! | Arjun Singh News Today | BJP News
'সমর্থকদের উচিৎ ওদের ধরে চড়-থাপ্পড় মারা' বিস্ফোরক অর্জুন সিংহ | Arjun Singh News Today