ইজরায়েলের যুদ্ধক্ষেত্রে এশিয়ানেট নিউজ। যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি অজিত হানামাক্কানাভার। ‘এই শহরে আমরা স্বেচ্ছাসেবকের কাজ করছি। এখানে ৩০ হাজার মানুষ বসবাস করতেন। ২৫ হাজার মানুষকে আমরা অন্যত্র সরিয়ে নিয়ে গেছি।’
ইজরায়েলের যুদ্ধক্ষেত্রে এশিয়ানেট নিউজ। যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি অজিত হানামাক্কানাভার। 'এই শহরে আমরা স্বেচ্ছাসেবকের কাজ করছি। এখানে ৩০ হাজার মানুষ বসবাস করতেন। ২৫ হাজার মানুষকে আমরা অন্যত্র সরিয়ে নিয়ে গেছি। এখানেও একটি রকেট আছড়ে পড়েছিল। কেউ আহত বা কারও কোনো ক্ষতি হয়নি। এই শহর গাজার খুব কাছাকাছি। এই শহরেও হামাস জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে।'