জনসন অ্যান্ড জনসন পাউডার থেকে ক্যান্সার! এবার এক ব্যক্তিকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে এই সংস্থা

জনসন অ্যান্ড জনসন পাউডার থেকে ক্যান্সার! এবার এক ব্যক্তিকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দেবে এই সংস্থা

Anulekha Kar | Published : Oct 16, 2024 3:40 AM IST

এবার জনসন অ্যান্ড জনসনকে ১৫ মিলিয়ন  ডলার ক্ষতিপূরণ দিতে হবে এক ব্যক্তিকে। ইউনাইটেড স্টেটসের এই ব্যক্তি দাবি করছিলেন যে জনসন অ্যান্ড জনসন কোম্পানিটির ট্যাল্ক পাউডার কয়েক দশক ধরে ট্যাল্ক পাউডার ব্যবহারের ফলে তিনি বিরল ধরনের ক্যান্সার মেসোথেলিয়মায় আক্রান্ত হয়েছেন। এবার এই অভিযোগের কারণে তাঁকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

বাদী ইভান প্লটকিন তার রোগ নির্ণয়ের পরপরই ২০২১ সালে কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন, বলেছিলেন যে তিনি জেএন্ডজে'র বেবি পাউডারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবার এই মামলার কারণেই জনসন অ্যান্ড জনসনকে ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে।

Latest Videos

জনসন অ্যান্ড জনসনের মামলা বিভাগের বিশ্বব্যাপী ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেছেন, "কোম্পানিটির কোনও পণ্যতে কোনও ক্ষতিকারক উপাদান থাকার প্রমাণ পাওয়া যায়নি। হাস আরও জানান, বহু তথ্য থেকে জানা গিয়েছে জনসনের পাউডার সম্পূর্ণ নিরাপদ ও এতে অ্যাসবেস্টস নেই এবং ক্যান্সার সৃষ্টি করে না।"

এ ছাড়াও জনসনের পাউডার ব্যবহারের ফলে ডিম্বাশয়ে ক্যান্সার হওয়ারও অভিযোগ উঠেছে। এই মামলাগুলি এখন স্থগিত রাখা হয়েছে। তবে জনসনের বিরুদ্ধে হওয়া সব মামলাতেই বলা আছে যে এই সংস্থার পাউডারে অ্যাসবেস্টস রয়েছে যা কার্সিনোজেনিক এবং এটি মেসোথেলিয়মা এবং অন্যান্য ক্যান্সারের কারণ হিসাবে পরিচিত।

Share this article
click me!

Latest Videos

লক্ষ্মীপুজো কী এবার বন্ধ Narayanganj বাসিন্দাদের? কী হল দেখুন! | South 24 Parganas News
কার্নিভালের পাল্টা মিছিল থেকে মমতাকে ধুয়ে দিলেন রুদ্রনীল, দেখুন কী বললেন তিনি | Rudranil Ghosh
Bangla News : কার্নিভালের পাল্টা মিছিল শুভেন্দুর! সেই ডিসি সেন্ট্রালকে দেখে বিক্ষোভ চরমে | Kolkata
Suvendu-র ডাকে মশাল মিছিল! কার্নিভাল বয়কটের দাবিতে কলকাতায় বিক্ষোভের আগুন! | RG Kar Protest
রুদ্রমূর্তিতে শুভেন্দু! মমতার কার্নিভালের পাল্টা শুভেন্দুর মিছিল, বড় ঘোষণা | Suvendu Adhikari