Mars News:মঙ্গল গ্রহের বুকে প্রাণের সন্ধানে গবেষণা চালানো এই রোবট ইঙ্গিত দিচ্ছে যে, অতীতে কোনও এক সময় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিলো। শুধু তাই নয়, নাসার বিজ্ঞানীদের আরও দাবি, মঙ্গল গ্রহে সবচেয়ে বড় রাসায়নিক জৈব যৌগ আবিস্কার করেছে এই রোবটটি। জানুন
Mars News: কথায় কথায় অনেকেই বলেন, থাকব না আর পৃথিবীতে। এবার মঙ্গলে গিয়ে বাস করব। সত্যিই কি মঙ্গল মানুষের বসবাস যোগ্য? আদেও কী প্রাণ আছে লাল এই গ্রহের? বহুদিন ধরেই মঙ্গলে প্রাণের সন্ধানে চলছে গবেষণা। মনে আছে কিউরিসিটি রোভারেরকথা? লালগ্রহের বুকে প্রাণ আছে কিনা তা জানতে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছে নাসার (NASA) এই রোবরট 'রোভারটি'।
নাসা সূত্রে খবর, মঙ্গল গ্রহের বুকে প্রাণের সন্ধানে গবেষণা চালানো এই রোবট ইঙ্গিত দিচ্ছে যে, অতীতে কোনও এক সময় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিলো। শুধু তাই নয়, নাসার বিজ্ঞানীদের আরও দাবি, মঙ্গল গ্রহে সবচেয়ে বড় রাসায়নিক জৈব যৌগ আবিস্কার করেছে এই কিউরিসিটি রোভাক। তবে এখনই লাল গ্রহে প্রাণের সন্ধান না মিললেও এই বিশাল রাসায়নিক জৈব যৌগের সন্ধানের খবরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশ্বের বিজ্ঞানীমহলে।
নাসা সূত্রে আরও জানা গিয়েছে, এই জৈব যৌগগুলি ৩.৭ বিলিয়ন বছর আগের একটি শিলার নমুনায় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এই শিলা মঙ্গল গ্রহের ইয়েলেফায়েন বেই অঞ্চলের একটি প্রাচীন জলাশয়ের তলদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলে একসময় উষ্ণ ও আর্দ্র ছিলো। যা প্রাণ সঞ্চারের জন্য সবরকম প্রয়োজনীয় উপাদান ধারণ করত।
মঙ্গল গ্রহ থেকে রোভার আরও যে সমস্ত জিনিসের হদিশ পেয়েছে তার মধ্যে হল- ডোকেন অর্থাৎ অ্যালকেন হাইড্রো কার্বনের। এটি জলে দ্রবীভূত হয় না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এছাড়াও খোঁজ মিলেছে আরও ১১টি পরমাণু যুক্ত হাইড্রো কার্বনের। এইসব অ্যালকেন ফ্যাটি অ্যাসিডের খণ্ড। নাসা আরও জানিয়েছেন, এই অর্গানিক মলিকিউলগলি পৃথিবীতে প্রাণের সৃষ্টির অন্যতম উপাদান কেমিক্যাল বিল্ডিং ব্লক।
তবে অন্য আরেক বিশেষজ্ঞর কথায়, মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান সম্পর্কে এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে যে সমস্ত প্রমাণ মিলেছে, সেই সমস্ত কিছু ফ্রান্সের গায়ানকোর্ট অ্যাটমসফিয়ারস অ্যান্ড স্পেস অবজারভেশনের ল্যাবরেটরিতে মঙ্গল গ্রহে পাওয়া এই শিলা নিয়ে এখনও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। আরেক গবেষকের মতে এই শিলাগুলি অন্তত ৩ দশমিক থেকে ৭ দশমিক বিলিয়ন বছর আগের পুরনো।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।