Pope Francis on Porn: 'যৌন সুখ ঈশ্বরের দান, কিন্তু পর্ন ছবি দেখবেন না', অনুরোধ পোপ ফ্রান্সিসের

সংক্ষিপ্ত

পোপের মতে ‘কোনওরকম সম্পর্ক তৈরি হওয়া ছাড়াই যৌন সন্তুষ্টি পাওয়া মানুষের মধ্যে আসক্তি তৈরি করতে পারে’। 

লালসা বা কাম্যের প্রতি আলোচনা, সেই সভায় বক্তব্য রেখেছিলেন খ্রিষ্ট ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis) । সেই সভাতেই যৌন সুখ এবং পর্ন ছবি সম্পর্কে মতামত প্রকাশ করলেন তিনি। যৌন মিলন একটি আনন্দের বিষয়, কিন্তু পর্ন ভিডিও সেই আনন্দকে ক্ষুণ্ণ করে বলে মনে করেছেন ধর্মগুরু। বুধবার সেন্ট পিটারস স্কোয়ারে বক্তব্য রেখেছিলেন তিনি। 

-
 

পোপের বক্তব্য, ‘লালসার যুদ্ধে জয়ী হওয়া সারা জীবনের একটি উদ্যোগ হতে পারে। তিনি বলেন, ’যৌন আনন্দ লালন করার মতো বিষয় বটে, কিন্তু এই আনন্দ পর্নোগ্রাফির (Pornography) দ্বারা ক্ষুণ্ন করা হচ্ছে' এবং ‘সম্পর্ক ছাড়াই সন্তুষ্টি পাওয়া মানুষের মধ্যে আসক্তি তৈরি করতে পারে’। 

-

ভ্যাটিকানে বক্তব্য রাখার সময় পর্নোগ্রাফিকে ‘ডেমন অফ লাস্ট’ (কাম-লালসার শয়তান) বলে উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। তিনি জানিয়েছেন, ‘যৌন সুখ ঈশ্বরের দেওয়া একটি উপহার যাকে কখনই অবহেলা করা উচিত নয়। কিন্তু, ক্যাথলিক খ্রিস্টানদের অবশ্যই পর্নোগ্রাফি না দেখা উচিত।' তাঁর মতে, পর্নোগ্রাফি কোনও সম্পর্ক ছাড়াই মানুষকে যৌন তৃপ্তি দেয়, যা ক্রমাগত একটা আসক্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে। 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও