এক সময় নবী মহম্মদ ইস্যুতে নুপুর শর্মার পক্ষ নিয়েছিলেন, নেদারল্যান্ডের সংসদ নির্বাচনে জয় সেই ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স-এর

Published : Nov 23, 2023, 03:17 PM IST
panchayat election ballot box was set on fire during the day and the ballot paper was destroyed at dinhata

সংক্ষিপ্ত

এক্সিট পোল অনুসারে ১৫০ আসনের মধ্যে ৩৫টি আসন জয়ের সম্ভাবনা রয়েছে ফ্রিডম পার্টি (পিভিভি)।

এক সময় নবী মহম্মদ বিতর্কে সমর্থন করেছিলেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মাকে, নেদারল্যান্ডের সংসদ নির্বাচনে বিপুল জয় পেলেন সেই উগ্র ডানপন্থী ডাচ নেতা গির্ট ওয়াইল্ডার্স। ওয়াইল্ডার্স বরাবরই তাঁর ইসলাম বিরোধী অবস্থানের জন্য পরিচিত। শুধু তাই নয় অভিবাসনের বিরুদ্ধেও নানা অবস্থান নিয়েছিলেন তিনি। নেদারল্যান্ডসে অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। নেদারল্যান্ডসের চলতি নির্বাচনে সেই ওয়াইল্ডার্সের ফ্রিডম পার্টি (পিভিভি)-ই জয়ের নিকাড়ায় দাঁড়িয়ে। এক্সিট পোল অনুসারে ১৫০ আসনের মধ্যে ৩৫টি আসন জয়ের সম্ভাবনা রয়েছে ফ্রিডম পার্টি (পিভিভি)।

গত জুলাই মাসেই ভেঙে পড়েছিল বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকার। সেই সময়ের এক্সিট পোল অনুসারে ২৩টি আসনে তৃতীয় স্থানে ছিল রুটের সরকার। এই নির্বাচনেই রুট সরকারের ১৩ বছরের শাসনের অবসান হয়।

উল্লেখ্য গত বছর একটি টিভি শো-তে নবী মোহাম্মদ সম্পর্কে বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্য ঘিরে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই সময় ওয়াইল্ডার্স-এর নুপুর শর্মার পক্ষ নেওয়ায় বিশ্ব রাজনীতিতে যথেষ্ট সমালোচনার পাত্র হতে হয়েছিল। রাজস্থানের উদয়পুরে দুই মুসলিম পুরুষের হাতে এক দর্জিকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রসঙ্গে নবী মহম্মদ সম্পর্কে এই মন্তব্য করেছিলেন নুপুর শর্মা। সেই সময় একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে ওয়াইল্ডার্স নুপুর শর্মার মন্তব্য নিয়ে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর প্রকাশিত বিবৃতির চরম সমালোচনা করেছিলেন। তাঁর কথায়,'আমি বলব ভারত বা অন্য কোন দেশ সম্পর্কে আপনি কী ভাবছেন তা সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে আয়নায় দেখুন। ওআইসি মানবাধিকার সম্পর্কে একটি ঘোষণা প্রকাশ করেছে এবং এই সমস্ত দেশ ভারতকে আক্রমণ করছে। তারা শরিয়া আইনকে গণতন্ত্র এবং মানবাধিকারের ঊর্ধ্বে রেখেছে।'

 

 

PREV
click me!

Recommended Stories

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় হাজার অসুস্থের চিকিৎসায় ভারতীয় সেনা, চলছে সেতু নির্মাণ