হাতের ওপর গজিয়ে উঠল আস্ত একটি নাক, ক্যান্সারে হারিয়ে যাওয়া নাক ফিরে পেলেন মহিলা

কাস্টম-মেড বায়োমেটেরিয়াল যা সাধারণত কার্টিলেজ হিসেবে ব্যবহার হয় তা মহিলার হারিয়ে যাওয়ার নাকের ছবি দেখে সেই আকারে তৈরি করা হয়েছিল

Saborni Mitra | Published : Nov 12, 2022 11:34 AM IST

সব বাধা কাটিয়ে আবারও জয় হল বিজ্ঞানের। আর বিজ্ঞানের আশীর্বাদে এক মহিলার হাতের ওপর গজিয়ে উঠল আস্ত একটি নাক। পুরো ঘটনাটা অনেকটা কল্পবিজ্ঞানের মত শোনালেও আসল ঘটনা কিন্তু সত্যি। মহিলার হাতে 3D প্রিন্টযোগ্য বায়োমেটেরিয়াল দিয়ে তৈরি একটি নাক তৈরি করা হয়েছিল। তারপর তা সফলভাবে মহিলার মুখে অর্থাৎ নাকের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞানী আর চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টেয় মহিলা ফিরে পেলেন তাঁর ক্যান্সারে হারিয়ে যাওয়া নাক।

ক্যান্সেরা আক্রান্ত হয়েছিলেন মহিলা। বিরল নাকের ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সারের চিকিৎসার জন্য কেমো থেরাপি রেডিও থেরাপি থেকে শুরু করে একাধিক অস্ত্রোপচার- নানা কারণে একটি সময় বাতিল হয়ে যায় মহিলার নাক। ক্যান্সার সারিয়ে প্রাণে বাঁচলেও খোয়াতে হয়েছিল সাধের নাক। ফ্রান্সের বাসিন্দা। এমনিতেই সুন্দরী। কিন্তু বিনা নাকে... মন মানে না। তাই নাক ফেরেতে আবার আসেন চিকিৎসকদের কাছে।

Latest Videos

দীর্ঘ দিন ধরেই চিকিৎসা চলছিল মহিলার। হাসপাতালের চিকিৎসকরা একটি বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে মহিলার নাক ফেরানোর চেষ্টা শুরু করে। মি়ডিয়া রিপোর্ট অনুযায়ী কাস্টম-মেড বায়োমেটেরিয়াল যা সাধারণত কার্টিলেজ হিসেবে ব্যবহার হয় তা মহিলার হারিয়ে যাওয়ার নাকের ছবি দেখে সেই আকারে তৈরি করা হয়েছিল। তারপর সেই জিনিসটি মহিলার হাতের ওপর বসান হয়। হাতের চামড়া থেকে স্কিন গ্রাফটিং পদ্ধতিতে কোষ,কলা, টিসু নিয়ে ঢেকে দেওয়া হয়। এই অবস্থায় থাকার মাস দুইয়ের মধ্যেই মহিলার হাতের ওপরও গজিয়ে ওঠে একটি আস্ত নাক।

তারপর মাইক্রোসার্জারি করে সার্জেনরা হাতের নাক তুলে নাকের জায়গায় বসিয়ে দেন। মুখের রক্তনালীর সঙ্গে সেটিকে যুক্ত করে দেন। এখন একটি স্বাভাবিক নাকের মতই কাজ করছে। টুনি পাখইর মত নাকের বদলে নরুণ নয় ফ্রান্সের মহিলা ফিরে পেলেন একটি আস্ত নাক।

ক্লিভল্যান্ড ক্লিনিকে মহিলার নাকের চিকিৎসা হয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, জন্মগত ত্রুটি ঢাকতে অস্ত্রোপচারের মাধ্যমে একাধিক অঙ্গ প্রতিস্থাপন করা হয়। পাশাপাশই রোগ বা আঘাতের কারণে অঙ্গের ক্ষতি হলেও তা মেরামতি করে তারা। ফাটা ঠোঁট, তালু, স্তনের পুনর্গঠনের জন্য অস্ত্রোপচার বর্তমানে রীতিমত জনপ্রিয়। তবে কসমেটিক সার্জারি ও রিকনসালটিং সার্জারির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তবে ফরাসি মহিলা ক্যান্সারে জয় করে নাক ফিরে পেয়ে নতুন জীবনে পা দিলেন বলেও জানিয়েছেন। 

আরও পড়ুনঃ

কোভিড স্মৃতি হারিয়ে যাচ্ছে-মাস্ক বাতিলের খাতায়, কিন্তু ভাইরাস বিদায় নেয়নি , বললেন বিশেষজ্ঞরা

'প্রত্যেক দিন ২-৩ কিলো গালি হজম করি, ভগবান তেমনই আশীর্বাদ করেছেন' - তেলাঙ্গনায় বললেন মোদী

রাজা চার্লসকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারল এক ছাত্র, বলল 'ইনি আমার রাজা নন'

 

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP